করোনা আক্রান্ত বলিউড গায়িকা কনিকা কাপুর ! ফোনেই দিলেন বিশেষ সাক্ষাৎকার
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
আমাকে কেউ বলেনি কোয়ারেন্টাইনে যেতে। আমার শরীরে করোনার কোনও লক্ষনই ছিল না।
#মুম্বই: এবার করোনার কোপে বলিউড গায়িকা কনিকা কাপুর৷ কিছুদিন আগেই লন্ডন থেকে ফেরেন তিনি৷ যদিও বিদেশ থেকে ফেরার বিষয়টি তিনি নাকি গোপন করে যান বলে অভিযোগ৷ সদ্য জ্বর, সর্দি-কাশি এবং ফ্লুয়ের মতো উপসর্গ দেখা দিতেই তিনি হাসপাতালে যান৷ নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে তার৷ বেবি ডল বা চিটিয়া কালাইয়া রে-র মত জনপ্রিয় গানগুলি গেয়েছেন এই গায়িকা৷ লন্ডন থেকে ফিরে লখনউয়ের বাড়িতে ছিলেন তিনি৷ বলিউড ইন্ডাস্ট্রিতে তিনিই প্রথম যার করোনা ধরা পড়েছে । লন্ডন থেকে ফেরার পর তিনি বিলাশ বহুল একটি ৫ তারা হোটলে পার্টি দেন৷ সেখানে প্রচুর ক্ষমতাবান মানুষে এসেছিলেন৷ এই বিষয়টা সামনে আসতেই মানুষ কনিকার দ্বায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন তোলেন। কেন কোয়ারেন্টাইনে না গিয়ে তিনি পার্টি করছিলেন? তাদের তো বোঝা উচিত করোনার বিপদসীমা !
যদিও একথা মানতে নারাজ কনিকা। ফোনে কনিকা কাপুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, " আমি আমার বাচ্চাদের সঙ্গে লন্ডনে ছিলাম। আমি লন্ডন আর লখনউতে যাতায়াত করতেই থাকি। আমি মার্চের ৯ তারিখে এয়ারপোর্টে নামি। তখন আমাকে একটা ফর্ম ফিলাপ করতে হয়। সেখানে আমার জার্নির সব ইনফরমেশন দিতে হয়। সে সময় আমাকে চেক করা হয়। আমাকে কেউ বলেনি কোয়ারেন্টাইনে যেতে। আমার শরীরে করোনার কোনও লক্ষনই ছিল না। আমি লন্ডন থেকে মুম্বাই হয়ে লখনউতে আসি। এখানে আমার বাবা মা রয়েছেন। আমি তাঁদের সঙ্গে দেখা করি। এখানে আমার নিজের বাড়িও রয়েছে। আমার ছোটবেলার এক বন্ধুর জন্মদিন ছিল। সেই জন্য একটা ছোট্ট গেটটুগেদার হয়। যেখানে তার বাবা মা, আমার বাবা মা ও সামান্য কয়েকজন উপস্থিত ছিলেন। এটা একটা ছোট্ট গেটটুগেদার ছিল । তেমন কোনও বড় পার্টি নয়। এর পর মার্চের ১৩ তারিখ আমার নিজের নিজেকে সন্দেহ হয়। যে আমার করোনা নেই তো। তখন আমি ফোন করে দ্বায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের আমার করোনা টেস্টের জন্য। এবং টেস্টে পজিটিভ ধরা পড়ে। তবে আমাকে একবারের জন্যও কেউ হোম কোয়ারেন্টাইনে যেতে বলেননি। তবে আমি নিজে থেকেই সোশ্যাল জমায়েত এরাই। " কনিকা কাপুরের এই বক্তব্যের পর সত্যিই আর কিছু বলার থাকে না। তবে এই ভাইরাস যে দ্রুত গতিতে ছড়াচ্ছে তাতে মানুষের রাগ বা চিন্তা হওয়াটা খুব স্বাভাবিক। এই রোগের মোকাবিলার জন্য সকলকে আরও সর্তক থাকতে হবে। কোনও রকম খাম খেয়ালি করলেই কিন্তু মুশকিল।
view commentsLocation :
First Published :
March 20, 2020 6:52 PM IST