শহরবাসীর জন্য স্বস্তির খবর ! কলকাতায় কমল কন্টেইনমেন্ট জোন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
কলকাতায় এই মুহূর্তে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা ১৭টি ৷
#কলকাতা: শহরবাসীর জন্য স্বস্তির খবর ৷ কলকাতায় কমল কন্টেইনমেন্ট জোনের সংখ্যা ৷ রবিবার পুরসভা থেকে যে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে কলকাতায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা কমে এখন দাঁড়িয়েছে ১৭ ৷ ৩ ও ৮ নম্বর বরোয় সবচেয়ে বেশি সংক্রমণ করোনার ৷ সামগ্রিকভাবে শহরের মোট ৪টি এলাকা নয়া কন্টেইনমেন্ট জোনের তালিকা থেকে বাদ পড়ছে। অন্যদিকে, নতুন করে একটি এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। চেতলা ও বেলেঘাটার ২টি বস্তি এবং ৫টি কমপ্লেক্সকে কন্টেইনমেন্ট জোনের আওতায় আনা হয়েছে ৷ কলকাতায় এই মুহূর্তে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা ১৭ ৷ গত দু'মাসের মধ্যে যা সর্বনিম্ন। এর আগে এই সংখ্যাটা ছিল ২০ ৷
শহরের মধ্যে পাটুলির করোনা পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। চার সপ্তাহ আগে পাটুলি এলাকায় কন্টেইনমেন্ট জোন ছিল সবথেকে বেশি। তখন সেখানে এমন জোনের সংখ্যা ছিল মোট ১৩টি। তবে সাম্প্রতিকতম কন্টেইনমেন্ট জোনের তালিকায় পাটুলির একটিও এলাকা নেই। এ ছাড়া যোধপুর পার্কের রহিম ওস্তাগার রোড এবং বাঁশদ্রোণীর নিভাপার্ক কনটেইনমেন্ট জোনের তালিকা থেকে মুক্ত হয়েছে। এই দু'টি এলাকাই ঘন জনবসতিপূর্ণ। সেইসঙ্গে বালিগঞ্জের পণ্ডিতিয়া রোড কন্টেইনমেন্ট জোনের বাইরে চলে এসেছে।
view commentsLocation :
First Published :
August 24, 2020 2:02 PM IST