Coronsvirus Lockdown: লকডাউন কি বাড়বে? ‘প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হলে তারপরই জানাব’, স্পষ্ট উত্তর মুখ্যমন্ত্রীর

Last Updated:

19 মে পর্যন্ত সাবধানে আমাদের থাকতেই হবে, বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

#কলকাতা: করোনা সংক্রমণ আটকাতে লকডাউন ৷ এই লকডাউনের মেয়াদ কি বাড়ানো হবে এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘লকডাউনের মেয়াদ বাড়তে পারে শুনছি ৷ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হোক আগে, তারপর জানাব ৷ লকডাউন নিয়ে নির্দেশিকা এলে জানাব ৷’
অন্যদিকে ১৪ এপ্রিলের পর উঠছে না লকডাউন। ইঙ্গিত প্রধানমন্ত্রীর। দেশে সামাজিক জরুরি অবস্থা তৈরি হয়েছে। তাই সংক্রমণ ঠেকাতেই বাড়াতে হবে লকডাউনের মেয়াদ। সর্বদল বৈঠকে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
একইসঙ্গে বুধবার নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, 'বিশেষজ্ঞরা বলছেন, সবাই বলছেন ৪৯ দিন টানা লকডাউন চললে তার ফল কার্যকরী হয়। এর কোনও সত্যতা আমার কাছে নেই। শুনছি, এটা আমার কোনও মত নয়। তবে, এতদিন হলে লোকের তো সমস্যা হবেই। তবে 19 মে পর্যন্ত সাবধানে আমাদের থাকতেই হবে৷' সেইসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, লকডাউন মেয়াদ বাড়লে কি কি ব্যবস্থা নেওয়া দরকার সেই নিয়ে বৃহস্পতিবার বণিকসভা, MSME ও পর্যটনের সঙ্গে যুক্ত মানুষদের সঙ্গে বৈঠক করবেন ।
advertisement
advertisement
এই লকডাউন নিয়ে কড়াকড়ি হোক কিন্তু বাড়াবাড়ি নয় ৷ এমনটাই মত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ বুধবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘করোনা রোখার জন্য যেমন লকডাউন দরকার ৷ তেমন ভাবেই এই ব্যাপারটা মানবিকভাবে দেখা উচিত ৷ দিন আনি-দিন খাই মানুষদের কথাও লকডাউনের মেয়াদ বাড়ানোর সময় ভেবে দেখতে হবে৷’
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Coronsvirus Lockdown: লকডাউন কি বাড়বে? ‘প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হলে তারপরই জানাব’, স্পষ্ট উত্তর মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement