Coronavirus Lockdown: কড়াকড়ি হোক, বাড়াবাড়ি নয়: মমতা
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
দিন আনি-দিন খাই মানুষদের কথাও লকডাউনের মেয়াদ বাড়ানোর সময় ভেবে দেখতে হবে৷’বলেন মুখ্যমন্ত্রী
#কলকাতা: করোনা সংক্রমণ আটকাতে লকডাউন ৷ এই লকডাউন নিয়ে কড়াকড়ি হোক কিন্তু বাড়াবাড়ি নয় ৷ এমনটাই মত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ বুধবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘করোনা রোখার জন্য যেমন লকডাউন দরকার ৷ তেমন ভাবেই এই ব্যাপারটা মানবিকভাবে দেখা উচিত ৷ দিন আনি-দিন খাই মানুষদের কথাও লকডাউনের মেয়াদ বাড়ানোর সময় ভেবে দেখতে হবে৷’
অন্যদিকে ১৪ এপ্রিলের পর উঠছে না লকডাউন। ইঙ্গিত প্রধানমন্ত্রীর। দেশে সামাজিক জরুরি অবস্থা তৈরি হয়েছে। তাই সংক্রমণ ঠেকাতেই বাড়াতে হবে লকডাউনের মেয়াদ। সর্বদল বৈঠকে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেই নিয়ে প্রশ্নের উত্তরে মমতা বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হলে এবং সরকারি নির্দেশিকা পেলেই লকডাউনের মেয়াদ নিয়ে জানাব ৷ লকডাউন, এটা মানবিকভাবে দেখা উচিত ৷ অসংগঠিত শ্রমিকেরা এর ফলে সমস্যায় পড়েছেন ৷’
advertisement
এদিন নবান্নের তরফ থেকে জানানো হয়, বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬৯ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭১ ৷ এর মধ্যে ৬১টি করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে ১১টি পরিবারের মধ্যেই ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সামাজিক দূরত্ব না মানার জন্যই এমন ঘটনা ঘটেছে ৷
advertisement
Location :
First Published :
April 08, 2020 6:07 PM IST