#বেজিং: করোনার আঁতুড়ঘর চিন তখন পুরোপুরি সিল করা। বাইরে থেকে শহরে প্রবেশ করার কোনও উপায় নেই। শহর ছাড়ার অনুমতিও পাবেন না কেউ। এই পরিস্থিতিতেই অনলাইনে ডায়েরি লিখতে বসেন চিনের লেখক ফাং ফাং। লক্ষ লক্ষ পাঠক সেই ডায়েরি পড়েছিল। ক্রমে চিনের পরিস্থিতি ভাল হয়েছে। সচল হয়েছে উহানের রাস্তাঘাট। অনেক আন্তর্জাতিক প্রকাশক এগিয়ে এসেছেন ৬৪ বছর বয়সি চিনা লেখকের বই প্রকাশ করতে। কিন্তু বই প্রকাশ তো দূরে থাক, সুস্থ ভাবে বেঁচে থাকাটাই কঠিন হয়ে দাঁড়াচ্ছে তাঁর জন্যে। নিয়মিত ভয় দেখানো হচ্ছে তাঁকে। অহরহ খুনের হুমকিও পাচ্ছেন তিনি।
২০১০ সালে চিনের সবচেয়ে মূল্যবান সাহিত্য পুরষ্কার পান ফাং। গোটা দেশেই তাঁর জনপ্রিয়তা প্রশ্নাতীত।তাহলে কেন তাঁর উপর চটল জাতীয়তাবাদীরা?সমলোচকদের বক্তব্য ফাংয়ের ডায়েরির পাতার এন্ট্রি সারা পৃথিবীতে যারা বেজিংয়ের নিন্দেমন্দ করতে ব্যস্ত তাঁদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে।
ফাংয়ের বিরুদ্ধে অভিযোগ, চিনের হাসপাতালে অব্যবস্থা, মাস্কের অপ্রতুলতা ইত্যাদি নানা অস্বস্তিকর বিষয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
করোনার অভিঘাতে চিন-মার্কিন সম্পর্কটা সংঘাতের হয়ে দাঁড়িয়েছে। উহান সংক্রান্ত নানা মনগড়া তত্ত্ব আউরাচ্ছেন পশ্চিমী বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতেই চিনা সোশ্যাল মিডিয়াগুলিতে ফাংকে আক্রমণ করছেন জাতীতাবাদীরা। তাঁদের দাবি, চিনের সংকটে পাশে না দাঁড়িয়ে সমলোচকদের আরও সুযোগ করে দিচ্ছেন ফাং।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: China, Coronavirus, COVID19, Wuhan, করোনা ভাইরাস