PM Modi announced free Vaccination: ২১ জুন থেকে দেশের সব নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দেবে কেন্দ্র, জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
তিনি জানিয়ে(PM Modi announced free Vaccination) দেন যে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী টিকাকরণের (Vaccination India) যে ২৫ শতাংশ দায়িত্ব রাজ্যের কাছে ছিল তাও কেন্দ্রই দেখবে(PM Modi Speech Today)।
#নয়াদিল্লি: দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ(Corona Second Wave India) কিছুটা হলেও কমেছে৷ ধীরেধীরে কমছে সংক্রমণের সংখ্যাও৷ এর মধ্যেই বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷ তিনি জানিয়ে দিলেন যে বিনামূল্য সকল দেশবাসীকে (Free Corona Vaccine India) ভ্যাকসিন দেওয়া হবে৷ তিনি জানান যে(Modi announced free vaccination), দেশের কোন রাজ্যকে ভ্যাকসিনের জন্য কোনও খরচ করতে হবে না৷ একই সঙ্গে মোদি (PM Modi Speech Today) জানান যে, কেউ যদি ফ্রি ভ্যাকসিন (Free Vaccine from 21 June) না চায়, তিনি প্রাইভেট হাসপাতাল থেকে ভ্যাকসিন নিতে পারেন। বেসরকারি হাসপাতালগুলি ভ্যাকসিনের দামের উপর দেড়শ টাকা সার্ভিস চার্জ নিতে পারবে।
PM Modi announces centralized vaccine drive, all vaccines will be procured by Govt of India and given to States for free. pic.twitter.com/wBuKFLfm5q
— ANI (@ANI) June 7, 2021
advertisement
টিকাকরণ নিয়ে কেন্দ্র রাজ্যের সমন্বয়ের ব্যাপারেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী (ModiSpeech)৷ তিনি জানিয়ে দেন যে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী টিকাকরণের যে ২৫ শতাংশ দায়িত্ব রাজ্যের কাছে ছিল তাও কেন্দ্রই দেখবে। এই ব্যবস্থা দুই সপ্তাহের মধ্যে চালু হবে, সোমবার নিজের বক্তব্যে জানিয়ে দেন প্রধানমন্ত্রী মোদি৷। তখনই তিনি উল্লেখ করেন যে, ২১ জুন (PM Modi announced free Vaccination: PM Narendra Modi in his Speech today announced) থেকে দেশের সব নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দেবে কেন্দ্র।
advertisement
এদিন দেশবাসীর উদ্দ্যেশে ভাষণে মোদি জানিয়ে দেন যে, ভ্যাকসিন উৎপাদন সংস্থাগুলি থেকে ৭৫ শতাংশ মোট টিকা কিনবে কেন্দ্র৷ এবং তা বিনামূল্য সব রাজ্যকে দেওয়া হবে৷ এরই পাশাপাশি টিকার ক্ষেত্রে যে ২৫ শতাংশ দায়িত্বভার থাকে রাজ্য সরকারগুলির উপর, তাও এবার থেকে দেখবে কেন্দ্র সরকার৷
ভারতের কোউইন (CoWin App)নিয়ে চর্চা হচ্ছে বিশ্বব্যাপী, জানান মোদি। এমনকী দেশে করোনা যুদ্ধে যে লড়াই চলছে সর্বস্তরে, সেই দাবিও করেন তিনি৷ কয়েকটি দেশ যারা নিজস্ব করোনা টিকা তৈরি করেছে, তাদের মধ্যে ভারতও রয়েছে৷ ফলে করোনা লড়াইয়ে আগ্রাধিকার পেয়েছে দেশ৷ এরই মধ্যে কোন রাজ্য কত টিকা পাবে, তা তাদের আগেভাগেই জানিয়ে দেওয়া হবে বলে মন্তব্য মোদি৷ এই নিয়ে রাজ্যের কুটকচালি মানুষ ভাল চোখে দেখছে না বলেও কটাক্ষ করেছেন নরেন্দ্র মোদি৷ তাঁর সরকারের এখন একটাই উদ্দ্যেশ্য, কত দ্রুত ভ্যাকসিন দেওয়া যায়৷
advertisement
তিনি আরও বলেন যে, বহু মুখ্যমন্ত্রী এবং বিরোধী সাংসদদের সঙ্গে পর্যালোচনা করে ভ্যাকসিনের অগ্রাধিকার ঠিক করা হয়েছিল। যেমন হেলথ ওয়ার্কার, ফ্রন্টলাইন ওয়ার্কার, বরিষ্ঠ নাগরিকরা আগে ভ্যাকসিন পাবেন। করোনার দ্বিতীয় ঢেউয়ের আগে ফ্রন্টলাইন ওয়ার্কারদের ভ্যাকসিন না দিতে পারলে আরও সমস্যা হত বলেই তাঁর মত৷ এঁরা সকলে ভ্যাকসিন পেয়েছেন বলেই লাখো মানুষের প্রাণ বাঁচাতে পেরেছেন, দাবি প্রধানমন্ত্রীর৷
view commentsLocation :
First Published :
June 07, 2021 5:41 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
PM Modi announced free Vaccination: ২১ জুন থেকে দেশের সব নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দেবে কেন্দ্র, জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি