Offline Exams in Covid : অতিমারী আবহে মে-র অফলাইন পরীক্ষা স্থগিত রাখা হোক, নির্দেশ কেন্দ্রের

Last Updated:

মে মাসে নির্ধারিত সমস্ত অফলাইন পরীক্ষা (Offline Examination) আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক (Central Ministry of Education)। তবে অনলাইনে পরীক্ষা চালানো যেতে পারে বলেও জানিয়েছে কেন্দ্র।

দশম ও দ্বাদশের চূড়ান্ত পরীক্ষা অফলাইনে নেওয়ার ঘোষণা করেছে সিবিএসই ও সিআইএসসিই বোর্ড। এবার একই পথে সম্ভবত হাঁটছে রাজ্য। পর্ষদ ও সংসদের কর্তারা মুখ খুলতে না চাইলেও নিশ্চিত করেছেন, সরকারি সিলমোহর মিললে ওই সময়েই ফের খাতায় কলমে দুই মেগা পরীক্ষা হবে। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে এপ্রিলের শেষে। সিবিএসই দশম এবং দ্বাদশ–এর পরীক্ষার দিন জানিয়ে দিয়েছে।
দশম ও দ্বাদশের চূড়ান্ত পরীক্ষা অফলাইনে নেওয়ার ঘোষণা করেছে সিবিএসই ও সিআইএসসিই বোর্ড। এবার একই পথে সম্ভবত হাঁটছে রাজ্য। পর্ষদ ও সংসদের কর্তারা মুখ খুলতে না চাইলেও নিশ্চিত করেছেন, সরকারি সিলমোহর মিললে ওই সময়েই ফের খাতায় কলমে দুই মেগা পরীক্ষা হবে। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে এপ্রিলের শেষে। সিবিএসই দশম এবং দ্বাদশ–এর পরীক্ষার দিন জানিয়ে দিয়েছে।
দেশজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ ক্রমশ বাড়ছে। সোমবার দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও এখনও অতিমারী পরিস্থিতি নিয়ন্ত্রিত হয়নি আক্রান্ত রাজ্যগুলিতে। পরিস্থিতি বিচার করে তাই এই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। সোমবার কেন্দ্র পরিচালিত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের লেখা একটি চিঠিতে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষাসচিব অমিত খাড়ে। মন্ত্রক জানিয়েছে, এই সিদ্ধান্ত জুনের প্রথম সপ্তাহে পর্যালোচনা করা হবে। সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে যোগ্য ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়ার জন্য উৎসাহিত করতে হবে। করোনা বিধি নিয়েও আরও কড়া হতে হবে বলেই নির্দেশিকায় জানিয়েছে শিক্ষা মন্ত্রক।
advertisement
প্রতিষ্ঠানগুলোকে আরও পরামর্শ দেওয়া হয়েছে যে, প্রতিষ্ঠানের কারও যদি কোনও সাহায্যের দরকার হয়, যত তাড়াতাড়ি সম্ভব তাঁকে সাহায্য করা উচিত। যাতে তিনি খুব শীঘ্রই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। একইসঙ্গে শিক্ষা মন্ত্রক ওই নির্দেশিকায় জানিয়েছে আগামী জুন মাসের প্রথম সপ্তাহ নাগাদ দেশের করোনা পরিস্থিতি পর্যালোচনা করে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এই বিষয়ে নয়া নির্দেশিকা পাঠানো হবে বলেও জানিয়েছে কেন্দ্র।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Offline Exams in Covid : অতিমারী আবহে মে-র অফলাইন পরীক্ষা স্থগিত রাখা হোক, নির্দেশ কেন্দ্রের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement