COVID19| বাংলায় করোনায় মৃত ঘোষণা কী পদ্ধতিতে? রাজ্যকে চিঠি দিল কেন্দ্রীয় দল

Last Updated:

চিঠিতে নবান্নের কাছে কেন্দ্রীয় দল কলকাতা-সহ রাজ্যের ৪ জেলার হটস্পটে ঘুরতে চেয়েছে৷ এই বিষয়ে তাঁরা রাজ্য সরকারের সহযোগিতা চেয়েছেন৷

#কলকাতা: কী পদ্ধিতে করোনায় মৃত ঘোষণা করা হচ্ছে রাজ্যে? রাজ্য সরকারের কাছে চিঠি দিয়ে জানতে চাইল কেন্দ্রের প্রতিনিধি দল৷ আজ অর্থাত্‍ বুধবার রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহাকে চিঠি দিয়ে জানতে চাইল কেন্দ্রীয় দল৷
চিঠিতে নবান্নের কাছে কেন্দ্রীয় দল কলকাতা-সহ রাজ্যের ৪ জেলার হটস্পটে ঘুরতে চেয়েছে৷ এই বিষয়ে তাঁরা রাজ্য সরকারের সহযোগিতা চেয়েছেন৷ সূত্রের খবর, জেলার হটস্পটগুলি ঘুরে দেখতে চান কেন্দ্রের প্রতিনিধিরা৷ এমনকী কেন্দ্রের ওই দল এমআর বাঙুর হাসপাতাল ও বেলেঘাটা আইডি হাসপাতালে যেতে চেয়েছে৷ কলকাতার বিভিন্ন বাজার ঘুরতে চেয়েছেন তাঁরা৷ দেখতে চেয়েছেন রাজ্যের কোয়ারেন্টাইন সেন্টারগুলিও৷ কেন্দ্রের কাছে করোনা মোকাবিলায় রাজ্যের আর কী কী সাহায্য প্রয়োজন, চিঠিতে তাও জানতে চায় কেন্দ্রীয় দল৷
advertisement
advertisement
advertisement
রাজ্যের ৭টি জেলায় লকডাউনের নিয়ম মানা হচ্ছে না বলে সোমবার সকালেই চিঠি দেয় কেন্দ্র৷ লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলায় প্রতিনিধি দল পাঠানো হচ্ছে বলেও জানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ সেদিনই কলকাতায় চলে আসেন কেন্দ্রের প্রতিনিধিরা৷
পণ্যবাহী বিমানে করে কলকাতা বিমানবন্দরে নামেন৷এরপর তাঁরা NICED-এ যান দুপুরে৷ সেখানে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন করোনা পরিস্থিতি নিয়ে৷
advertisement
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
COVID19| বাংলায় করোনায় মৃত ঘোষণা কী পদ্ধতিতে? রাজ্যকে চিঠি দিল কেন্দ্রীয় দল
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement