Coronavirus| বাংলায় লকডাউন মানা হচ্ছে? দেখতে রাজ্যে পৌঁছে গেল কেন্দ্রের প্রতিনিধিদল

Last Updated:

পণ্যবাহী বিমানে করে কলকাতা বিমানবন্দরে নেমেছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল৷ এ দিন বেলার দিকে একটি দল নেমেছে কলকাতা বিমানবন্দরে৷ এরপর তাঁরা NICED-এ যান দুপুরে৷

#কলকাতা: রাজ্যের ৭টি জেলায় লকডাউনের নিয়ম মানা হচ্ছে না বলে সোমবার সকালেই চিঠি দিয়েছে কেন্দ্র৷ লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলায় প্রতিনিধি দল পাঠানো হচ্ছে বলেও জানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ সেই মতো কলকাতায় চলে এলেন কেন্দ্রের প্রতিনিধিরা৷
পণ্যবাহী বিমানে করে কলকাতা বিমানবন্দরে নেমেছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল৷ এ দিন বেলার দিকে একটি দল নেমেছে কলকাতা বিমানবন্দরে৷ এরপর তাঁরা NICED-এ যান দুপুরে৷ সেখানে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন করোনা পরিস্থিতি নিয়ে৷ এই দলটি রাজ্যের ৭টি জেলাতে ঘুরে দেখবে লকডাউন মানা হচ্ছে কি না৷
advertisement
advertisement
জানা গিয়েছে, প্রতিটি প্রতিনিধি দলে ৫ জন করে সদস্য থাকবেন৷ কলকাতা সহ সাতটি জেলায় ঘুরবেন প্রতিনিধি দলের সদস্যরা৷ যে জেলাগুলিতে কেন্দ্রীয় প্রতিনিধিরা যাবেন তার মধ্যে রয়েছে, কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং৷
৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউনের মেয়াদ বাড়লেও ২০ এপ্রিল থেকে বিভিন্ন রাজ্যের পরিস্থিতি দেখে কিছু কিছু এলাকায় ধীরে ধীরে লকডাউন শিথিল করার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেই মতো আজ থেকে প্রক্রিয়া শুরু করল কেন্দ্র৷ কিছু ক্ষেত্রে অর্থনৈতিক কাজকর্মও শুরু হচ্ছে আজ থেকে৷
advertisement
জেলাগুলিতে গিয়ে লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখে সেখানে জরুরি পণ্যের সরবরাহ ঠিক আছে কিনা, স্বাস্থ্য পরিষেবার কী হাল, চিকিৎসকদের জন্য পর্যাপ্ত পিপিই এবং সুরক্ষা সরঞ্জাম রয়েছে কিনা, তাও খতিয়ে দেখবেন তাঁরা৷ পাশাপাশি শ্রমিক এবং দরিদ্রদের যে শিবিরগুলিতে রাখা হয়েছে, সেখানেও যেতে পারেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Coronavirus| বাংলায় লকডাউন মানা হচ্ছে? দেখতে রাজ্যে পৌঁছে গেল কেন্দ্রের প্রতিনিধিদল
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement