Lockdown 4: সন্ধে ৭টার পর বাড়ির বাইরে নয়, কড়া বিধিনিষেধ জারি

Last Updated:

এ দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিয়েছে, ৩১ মে পর্যন্ত গোটা দেশে লকডাউন চলবে৷

#নয়াদিল্লি: করোনা ভাইরাস নিয়ন্ত্রণে চতুর্থ দফার লকডাউনে কড়া বিধিনিষেধ বজায় রাখল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷
কেন্দ্রের গাইডলাইনে জানানো হয়েছে জরুরি প্রয়োজন ছাড়া সন্ধে সাতটা থেকে সকাল সাতটা পর্যন্ত কেউই বাড়ির বাইরে বেরোতে পারবেন না৷ তৃতীয় দফার লকডাউনেও এই নির্দেশিকা দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ এই নির্দেশিকা পালনে প্রয়োজনে ১৪৪ ধারা এবং কারফিউ জারি করতে পারবে রাজ্য প্রশাসনগুলি৷
পাশাপাশি কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, ৬৫ বছরের ঊর্ধ্বে যাঁদের বয়স এবং ১০ বছরের নীচে শিশুরা লকডাউনের মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে পারবে না৷একমাত্র জরুরি প্রয়োজন এবং চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনে বাড়ির বাইরে বের হওয়া যাবে৷
advertisement
advertisement
এ দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিয়েছে, ৩১ মে পর্যন্ত গোটা দেশে লকডাউন চলবে৷ তৃতীয় দফার লকডাউনেও যে বিধিনিষেধগুলি আরোপ করা হয়েছিল, তাতে খুব বেশি বদল করা হযনি৷ এর থেকেই স্পষ্ট, করোনা সংক্রমণ নিয়ে এখনই কোনওরকম শিথিলতা দেখাতে নারাজ কেন্দ্রীয় সরকার৷
এ দিনের নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চলগুলির স্থানীয় প্রশাসন যদিও মনে করে, তাহলে কন্টেইনমেন্ট জোন সহ অন্যান্য এলাকাগুলিতেও আরও কড়া নির্দেশিকা জারি করা যাবে৷
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Lockdown 4: সন্ধে ৭টার পর বাড়ির বাইরে নয়, কড়া বিধিনিষেধ জারি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement