Lockdown 4: সন্ধে ৭টার পর বাড়ির বাইরে নয়, কড়া বিধিনিষেধ জারি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এ দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিয়েছে, ৩১ মে পর্যন্ত গোটা দেশে লকডাউন চলবে৷
#নয়াদিল্লি: করোনা ভাইরাস নিয়ন্ত্রণে চতুর্থ দফার লকডাউনে কড়া বিধিনিষেধ বজায় রাখল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷
কেন্দ্রের গাইডলাইনে জানানো হয়েছে জরুরি প্রয়োজন ছাড়া সন্ধে সাতটা থেকে সকাল সাতটা পর্যন্ত কেউই বাড়ির বাইরে বেরোতে পারবেন না৷ তৃতীয় দফার লকডাউনেও এই নির্দেশিকা দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ এই নির্দেশিকা পালনে প্রয়োজনে ১৪৪ ধারা এবং কারফিউ জারি করতে পারবে রাজ্য প্রশাসনগুলি৷
পাশাপাশি কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, ৬৫ বছরের ঊর্ধ্বে যাঁদের বয়স এবং ১০ বছরের নীচে শিশুরা লকডাউনের মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে পারবে না৷একমাত্র জরুরি প্রয়োজন এবং চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনে বাড়ির বাইরে বের হওয়া যাবে৷
advertisement
advertisement
এ দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিয়েছে, ৩১ মে পর্যন্ত গোটা দেশে লকডাউন চলবে৷ তৃতীয় দফার লকডাউনেও যে বিধিনিষেধগুলি আরোপ করা হয়েছিল, তাতে খুব বেশি বদল করা হযনি৷ এর থেকেই স্পষ্ট, করোনা সংক্রমণ নিয়ে এখনই কোনওরকম শিথিলতা দেখাতে নারাজ কেন্দ্রীয় সরকার৷
এ দিনের নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চলগুলির স্থানীয় প্রশাসন যদিও মনে করে, তাহলে কন্টেইনমেন্ট জোন সহ অন্যান্য এলাকাগুলিতেও আরও কড়া নির্দেশিকা জারি করা যাবে৷
Location :
First Published :
May 17, 2020 7:25 PM IST