#নয়াদিল্লি: প্রতিদিনই দেশে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে কেন্দ্রের লকডাউনের গাইডলাইন না মেনে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে কেরল সরকার। এতেই চটেছে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রকের গাইডলাইন উপেক্ষা করে কেরল সরকারের নয়া নির্দেশিকা..
কেরল সরকারের সিদ্ধান্তকেরল সরকারের সিদ্ধান্তের পরই কড়া চিঠি দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। বিপর্যয় মোকাবিলা আইন ২০০৫ ও সুপ্রিম কোর্টের নির্দেশকে উল্লেখ করে কেরল সরকারকে কেন্দ্রের বেঁধে দেওয়া গাইডলাইন মেনে পদক্ষেপের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।
কেরলকে কেন্দ্রের কড়া চিঠি- লকডাউনের গাইডলাইন মানছে না কেরল সরকার- নিজের মতো করে সিদ্ধান্ত নিচ্ছে কেরল সরকার- কেন্দ্রের গাইডলাইন মেনে চলতে হবে রাজ্যকেনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।