অবিলম্বে মেটানো হবে ৫ লক্ষ পর্যন্ত আয়কর রিটার্ন, লকডাউনে স্বস্তি দিতে পদক্ষেপ

Last Updated:

এর পাশাপাশি জিএসটি এবং কাস্টম রিটার্নগুলিরও দ্রুত নিষ্পত্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

#নয়াদিল্লি:লকডাউনের জেরে স্তব্ধ অর্থনীতির চাকা৷ সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী, ভুক্তভোগী সবাই৷ এই পরিস্থিতিতে আমজনতাকে স্বস্তি দিতে নানা রকম সুবিধে দিচ্ছে সরকার৷ এবার ইনকাম ট্যাক্স রিটার্ন বাবদ প্রাপ্য অর্থ দ্রুত করদাতাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে উদ্যোগী হলো সরকার৷ ব্যক্তিগত করদাতা ছাড়াও ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে৷
জানা গিয়েছে, ৫ লক্ষ টাকা পর্যন্ত যে ইনকাম ট্যাক্স রিটার্ন রয়েছে, অবিলম্বে সেগুলি করদাতাদের মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আয়কর দফতর৷ এর ফলে সবমিলিয়ে প্রায় ১৪ লক্ষ করদাতা উপকৃত হবেন৷
এর পাশাপাশি জিএসটি এবং কাস্টম রিটার্নগুলিরও দ্রুত নিষ্পত্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ যার ফলে প্রায় ১ লক্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠানের জিএসটি এবং কাস্টম রিটার্ন অবিলম্বে মিটিয়ে দেওয়া হবে৷ এর মধ্যে ক্ষুদ্র, ছোট ও মাঝারি মাপের ব্যবসায়িক প্রতিষ্ঠানও রয়েছে৷ সবমিলিয়ে প্রায় ১৮ হাজার কোটি টাকা করদাতা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে মিটিয়ে দেবে সরকার৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পক্ষ থেকে টুইট করে এ দিন এই তথ্য জানানো হয়েছে৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
অবিলম্বে মেটানো হবে ৫ লক্ষ পর্যন্ত আয়কর রিটার্ন, লকডাউনে স্বস্তি দিতে পদক্ষেপ
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement