Covid 19 Vaccine Price: বেসরকারি হাসপাতালে Covishield, Covaxin নিতে কত খরচ? জানিয়ে দিল কেন্দ্র
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে জানিয়েছিলেন, ভ্যাকসিন (Covid 19 Vaccine) দেওয়ার জন্য সর্বোচ্চ ১৫০ টাকা সার্ভিস চার্জ নিতে পারবে বেসরকারি হাসপাতালগুলি৷
#কলকাতা: বেসরকারি হাসপাতালে করোনার টিকা নিতে গেলে কত টাকা দাম পড়বে, তার ঊর্ধ্বসীমা জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার৷ নতুন নির্দেশ অনুযায়ী, বেসরকারি হাসপাতালে কোভিশিল্ডের প্রতিটি ডোজের সর্বোচ্চ দাম পড়বে ৭৮০ টাকা৷ অন্যদিকে কোভ্যাক্সিনের ক্ষেত্রে সর্বোচ্চ ১৪১০ টাকা দাম নিতে পারবে বেসরকারি হাসপাতালগুলি৷ রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিনের ক্ষেত্রে সর্বোচ্চ দাম পড়বে ১১৪৫ টাকা৷ এর মধ্যে ১৫০ টাকা করে সার্ভিস চার্জ এবং কর ধরা আছে৷
সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে জানিয়েছিলেন, ভ্যাকসিন দেওয়ার জন্য সর্বোচ্চ ১৫০ টাকা সার্ভিস চার্জ নিতে পারবে বেসরকারি হাসপাতালগুলি৷ এই বিষয়টি নিশ্চিত করার জন্য কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে নির্দেশও দেওয়া হয়েছে৷ কোনও বেসরকারি হাসপাতাল অথবা টিকাকরণ কেন্দ্র যদি এই নির্দেশ অমান্য করে বেশি টাকা নেয়, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে৷ বেসরকারি হাসপাতালগুলিতে যাতে নির্দেশ অমান্য করে বেশি দাম না নেয়, তা নিশ্চিত করতে রাজ্য সরকারগুলিকে নজরদারি চালানোর নির্দেশও দেওয়া হয়েছে৷
advertisement
টিকা নেওয়ার জন্য সাধারণ মানুষের মধ্যে বিপুল চাহিদা থাকায় বহু বেসরকারি হাসপাতালই ঘুরপথে চড়া দামে ভ্যাকসিন দিচ্ছে বলে অভিযোগ উঠছিল৷ যাতে তাদের আর্থিক লাভ বেশি হয়৷ বেসরকারি হাসপাতাল এবং টিকাকরণ কেন্দ্রগুলিকে নিয়মে বাঁধতেই তাই নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবশ্য সোমবারই ঘোষণা করেছেন, ১৮ বছরের ঊর্ধ্বে দেশের প্রত্যেক নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করবে কেন্দ্রীয় সরকার৷ রাজ্যগুলিকেও আর আলাদা করে ভ্যাকসিন কিনতে হবে না৷ তবে দেশে উৎপাদিত মোট ভ্যাকসিনের ২৫ শতাংশ পাবে বেসরকারি হাসপাতালগুলি৷ টিকা নিতে যাঁরা আগ্রহী তাঁরা চাইলে বেসরকারি হাসপাতাল থেকেও ভ্যাকসিন নিতে পারবেন৷
advertisement
Location :
First Published :
June 08, 2021 11:06 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Covid 19 Vaccine Price: বেসরকারি হাসপাতালে Covishield, Covaxin নিতে কত খরচ? জানিয়ে দিল কেন্দ্র