Covid 19 Vaccine Price: বেসরকারি হাসপাতালে Covishield, Covaxin নিতে কত খরচ? জানিয়ে দিল কেন্দ্র

Last Updated:

সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে জানিয়েছিলেন, ভ্যাকসিন (Covid 19 Vaccine) দেওয়ার জন্য সর্বোচ্চ ১৫০ টাকা সার্ভিস চার্জ নিতে পারবে বেসরকারি হাসপাতালগুলি৷

#কলকাতা: বেসরকারি হাসপাতালে করোনার টিকা নিতে গেলে কত টাকা দাম পড়বে, তার ঊর্ধ্বসীমা জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার৷ নতুন নির্দেশ অনুযায়ী, বেসরকারি হাসপাতালে কোভিশিল্ডের প্রতিটি ডোজের সর্বোচ্চ দাম পড়বে ৭৮০ টাকা৷ অন্যদিকে কোভ্যাক্সিনের ক্ষেত্রে সর্বোচ্চ ১৪১০ টাকা দাম নিতে পারবে বেসরকারি হাসপাতালগুলি৷ রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিনের ক্ষেত্রে সর্বোচ্চ দাম পড়বে ১১৪৫ টাকা৷ এর মধ্যে ১৫০ টাকা করে সার্ভিস চার্জ এবং কর ধরা আছে৷
সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে জানিয়েছিলেন, ভ্যাকসিন দেওয়ার জন্য সর্বোচ্চ ১৫০ টাকা সার্ভিস চার্জ নিতে পারবে বেসরকারি হাসপাতালগুলি৷ এই বিষয়টি নিশ্চিত করার জন্য কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে নির্দেশও দেওয়া হয়েছে৷ কোনও বেসরকারি হাসপাতাল অথবা টিকাকরণ কেন্দ্র যদি এই নির্দেশ অমান্য করে বেশি টাকা নেয়, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে৷ বেসরকারি হাসপাতালগুলিতে যাতে নির্দেশ অমান্য করে বেশি দাম না নেয়, তা নিশ্চিত করতে রাজ্য সরকারগুলিকে নজরদারি চালানোর নির্দেশও দেওয়া হয়েছে৷
advertisement
টিকা নেওয়ার জন্য সাধারণ মানুষের মধ্যে বিপুল চাহিদা থাকায় বহু বেসরকারি হাসপাতালই ঘুরপথে চড়া দামে ভ্যাকসিন দিচ্ছে বলে অভিযোগ উঠছিল৷ যাতে তাদের আর্থিক লাভ বেশি হয়৷ বেসরকারি হাসপাতাল এবং টিকাকরণ কেন্দ্রগুলিকে নিয়মে বাঁধতেই তাই নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবশ্য সোমবারই ঘোষণা করেছেন, ১৮ বছরের ঊর্ধ্বে দেশের প্রত্যেক নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করবে কেন্দ্রীয় সরকার৷ রাজ্যগুলিকেও আর আলাদা করে ভ্যাকসিন কিনতে হবে না৷ তবে দেশে উৎপাদিত মোট ভ্যাকসিনের ২৫ শতাংশ পাবে বেসরকারি হাসপাতালগুলি৷ টিকা নিতে যাঁরা আগ্রহী তাঁরা চাইলে বেসরকারি হাসপাতাল থেকেও ভ্যাকসিন নিতে পারবেন৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Covid 19 Vaccine Price: বেসরকারি হাসপাতালে Covishield, Covaxin নিতে কত খরচ? জানিয়ে দিল কেন্দ্র
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement