#CoronaVirus: দাপট দেখাচ্ছে অতিমারী, আপাতত পরীক্ষা স্থগিত, জানাল CBSE বোর্ড
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
করোনা সংক্রমণের সম্ভাবনা এড়াতে বৃহস্পতিবার থেকেই স্থগিত সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দশম ও দ্বাদশ শ্রেণীর সমস্ত পরীক্ষা ৷
#নয়াদিল্লি: ক্রমশ আরও ভয়াল হচ্ছে ভারতে করোনা সংক্রমণ ৷ প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ এমন পরিস্থিতিতে পড়ুয়াদের সতর্কতার কথা ভেবে সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর সমস্ত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিল বোর্ড ৷ এমনকী সমস্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও স্থগিতের সিদ্ধান্ত মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের ৷
দেশজুড়ে করোনার জেরে প্রায় জরুরি অবস্থা ৷ করোনা সংক্রমণের সম্ভাবনা এড়াতে বৃহস্পতিবার থেকেই স্থগিত সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দশম ও দ্বাদশ শ্রেণীর সমস্ত পরীক্ষা ৷ ৩১ মার্চের পরেই পরীক্ষার নতুন সূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছে সিবিএস বোর্ড ৷ CBSE বোর্ড সেক্রেটারি অনুরাগ ত্রিপাঠি বলেন, দেশের বর্তমান পরিস্থিতির উপর নজর রেখেই এই সিদ্ধান্ত ৷ এতে সুরক্ষিত থাকবে পড়ুয়ারা ৷ অ্যাকাডেমিক ক্যালেন্ডার ও দশম-দ্বাদশ শ্রেণীর এই পরীক্ষা পড়ুয়াদের কাছে খুব গুরুত্বপূর্ণ হলেও তাদের জীবনের থেকে অমূল্য নয় ৷
advertisement
বুধবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছয় ১৫১-এ ৷ এর মধ্যে সবচেয়ে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্য ৩৯। কেরলে আক্রান্ত ২৫। পশ্চিমবঙ্গেও মঙ্গলবার এক আক্রান্তের খোঁজ মিলেছে । শুধু দেশেই নয়। বুধবার দেশের বাইরেও বহু করোনা আক্রান্তের খোঁজ মিলেছে বিদেশমন্ত্রকের দেওয়া তথ্যে। এদিন লোকসভায় অধিবেশন চলাকালে বিষয়টি পরিষ্কার করেন বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরণ। তিনি তালিকা দিয়ে জানান বিদেশে করোনায় আক্রান্তের ভারতীয়ের সংখ্যা ২৭৬। এই ২৭৬ জনের মধ্যে আবার ২৫৫ জনই রয়েছেন ইরানে। বুধবার এমনটাই জানিয়ে দিল খবর, বারি আক্রান্তদের মধ্যে হংকং, কুয়েত , শ্রীলঙ্কা ও রাওয়ানডায় রয়েছেন একজন করে। ইতালিতে চিকিতসাধীন রয়েছেন পাঁচ আক্রান্ত। সর্বাধিক আক্রান্ত রয়েছেন ব্রিটেনে।
advertisement
advertisement
নোভেল করোনা ভাইরাসের প্রকোপে এই পর্যন্ত বিশ্বে মৃতের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে। চিনেই মৃত্যু হয়েছে ৩ হাজার ২৩৭ জনের। ১ হাজার ১৩৫ জনের মৃত্যু হয়েছে ইরানে। করোনা ক্রমে ভরকেন্দ্র বদলে পৌঁছেছে ইওরোপে। উদ্বেগজনক অবস্থা ইতালির। সেখানে আক্রান্ত প্রায় ৩২ হাজার জন।
All ongoing examinations, including that of CBSE (Central Board of Secondary Education) & university exams, may be rescheduled after March 31: Ministry of Human Resource Development pic.twitter.com/83Rb6NQzMn
— ANI (@ANI) March 18, 2020
Location :
First Published :
Mar 18, 2020 10:53 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
#CoronaVirus: দাপট দেখাচ্ছে অতিমারী, আপাতত পরীক্ষা স্থগিত, জানাল CBSE বোর্ড







