দ্রুত পরীক্ষা ও চিকিৎসার জন্য কলকাতায় আরও একটি কোভিড হাসপাতাল, ট্যুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Last Updated:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটে জানিয়েছে এটি রাজ্যের ৬৮ তম কোভিড হাসপাতাল ৷

#কলকাতা: করোনা চিকিৎসায় বড়সড় সিদ্ধান্ত রাজ্যের। এম আর বাঙুর, বেলেঘাটা আইডি হাসপাতালের পর এবার কলকাতা মেডিক্যাল কলেজও কোভিড হাসপাতাল। করোনা রোগীদের জন্য এখানে ৫০০ বেডের ব্যবস্থা রয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু চিকিৎসা। কলকাতা মেডিক্যাল কলেজকে কোভিড হাসপাতাল করার কথা ট্যুইট করে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
করোনার প্রকোপ বেড়েই চলেছে ৷ রোগীদের চিকিৎসার সুবিধের জন্যই শহরে বাড়ানো হল কোভিড হাসপাতাল ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটে জানিয়েছে এটি রাজ্যের ৬৮ তম কোভিড হাসপাতাল ৷
এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪৫৬ জন ৷ তার মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪০৭ জন ৷ রাজ্যে নতুন করে আরও ১১২ জনের শরীরে মিলল করোনার সংক্রমণ ৷ মৃত্যুও হয়েছে আরও চারজনের ৷ ফলে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭২৷ এ দিন নবান্নে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়৷ গত ২৪ ঘণ্টায় মাত্র একজন করোনা আক্রান্তই সুস্থ হয়ে উঠেছেন ৷ ফলে রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ২৬৫ জন ৷
advertisement
advertisement
রাজ্য সরকারের দাবি অনুযায়ী, দৈনিক গড়ে আড়াই হাজার নমুনা পরীক্ষা করা হচ্ছে ৷ গত চব্বিশ ঘণ্টায় মোট ২৫৭০টি নমুনা পরীক্ষা হয়েছে ৷ এখনও পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৩০১৪১৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
দ্রুত পরীক্ষা ও চিকিৎসার জন্য কলকাতায় আরও একটি কোভিড হাসপাতাল, ট্যুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement