করোনায় আক্রান্ত বুলগেরিয়ার টেনিস তারকা গ্রিগর দিমিত্রভ ! কাঠগড়ায় জকোভিচ

Last Updated:

এক সপ্তাহ আগেই বেলগ্রেডে নোভাক জকোভিচের বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচ খেলেছিলেন তিনি।

#সোফিয়া: করোনা আক্রান্ত বুলগেরিয়ার টেনিস তারকা গ্রিগর দিমিত্রভ। রবিবার নিজেই এই খবর জানান, বিশ্ব টেনিসের ১৯ নম্বর খেলোয়াড়।
Photo Source: Twitter Photo Source: Twitter
এক সপ্তাহ আগেই বেলগ্রেডে নোভাক জকোভিচের বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচ খেলেছিলেন তিনি। রবিবার ইনস্টাগ্রামে ভক্তদের দিমিত্রভ জানান, বেলগ্রেড থেকে ফিরেই তাঁর শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। ফলে আগামী কয়েক মাস কোনও টুর্নামেন্ট খেলতে পারবেন না।
advertisement
এই প্রতিযোগিতায় বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় জকোভিচ ছাড়াও খেলেছিলেন বিশ্বের তিন নম্বর ডমিনিক থিয়েম এবং বিশ্বের ১৭ নম্বর আলেকজান্ডার ভেরেভ। খেলার মাঝে জকোভিচের সঙ্গে দিমিত্রভের একটি ছবিও ভাইরাল হয়। তবে বেলগ্রেড থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়েন বুলগেরিয়ান টেনিস তারকা ৷
advertisement
নিজের দেশ সার্বিয়ার বেলগ্রেডে নোভাক জকোভিচের আয়োজিত প্রদর্শনী টুর্নামেন্ট নিয়ে তোলপাড় টেনিস বিশ্ব। কারণ, সেখানে খেলতে আসা খেলোয়াড় এবং কোচিং সদস্যরা একের পরে এক করোনায় আক্রান্ত হচ্ছেন। তা নিয়ে রীতিমতো কাঠগড়ায় বিশ্বের অন্যতম সেরা টেনিস তারকা জকোভিচ।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনায় আক্রান্ত বুলগেরিয়ার টেনিস তারকা গ্রিগর দিমিত্রভ ! কাঠগড়ায় জকোভিচ
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement