#লন্ডন: ভারতের প্রসিদ্ধ সাইকেল ব্র্যান্ড 'হিরো' ৷ সেই ব্র্যান্ডের সাইকেল চড়ে লন্ডনের রাস্তায় ঘুরতে দেখা গেল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে৷ ব্রিটিশ প্রধানমন্ত্রী 'মেড ইন ইন্ডিয়া' হিরো সাইকেলের শুধু সওয়ারিই হলেন না, এই ভারতীয় ব্র্যান্ড শরিক হল ইংল্যান্ডের এমন এক প্রকল্পের, যা করোনা লড়াই করতে সাহায্য করবে৷ মূলত করোনা থেকে বাঁচতে প্রয়োজন ভাল লাইফস্টাইলের৷ এই কারণে অ্যান্টি ওবেসিটি বা মোটাত্ব দূর করতে এক নতুন পথ বেছে নিল ব্রিটিশ সরকার৷ অনেক গবেষণায় উঠে এসেছে যে মোটা বা স্থূল চেহারার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে মারণ করোনা৷ যাঁরা মোটা, তাঁদের করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকছে৷ সে কারণে অ্যান্টি ওবেসিটি ক্যাম্পেন শুরু করছে ব্রিটিশ সরকার৷ যার মধ্যে সাইক্লিং এবং হাঁটার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে৷
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নিজেও সাইকেল চালাতে ভালবাসেন এবং সে বিষয়ে উদ্যোগী৷ দেশের মানুষকে সাইকেলের সওয়ারি হতে উৎসাহ দিতে নতুন বাইক লেন তৈরি করছে তাঁর সরকার৷ রাস্তার মধ্যেই থাকবে সুরক্ষিত বাইক লেন, মিলবে সাইকেল ট্রেনিং এবং বাইক পাওয়া যাবে প্রেসক্রিপশন দেখিয়েই৷ নতুন ফিটনেস স্ট্র্যাটেজিতে এই সব নিয়ম সামিল হচ্ছে৷
Cycling and walking have a huge role in tackling some of the health and environmental challenges that we face.
Our £2bn cycling strategy will encourage more cycling with thousands of miles of new bike lanes, and training for those who want to learn. pic.twitter.com/PwYtqXpdd1
— Boris Johnson #StayAlert (@BorisJohnson) July 28, 2020
তবে শুধু শারীরিক ফিটনেস নয়, বাতাস শুদ্ধ করতেও বাইক বা সাইকেল বেশি করে চালানোর পক্ষে ব্রিটিশ সরকার৷ জনসন জানিয়েছেন , বেশি সাইকেল ব্যবহার করলে দূষণের মাত্রা কমবে৷ ফলে পরিবেশও সুস্থ থাকবে কয়েকগুণ বেশি৷ এমনই মত বরিস জনসনের, যিনি নিজেও একজন করোনা যোদ্ধা৷
We’re going to make it easier than ever to cycle around, with new cycle routes and vouchers for bike repairs.
Together we can reduce the pollution and noise on our streets, and move towards a cleaner, greener Britain. pic.twitter.com/lcxbYmpt9z
— Boris Johnson #StayAlert (@BorisJohnson) July 28, 2020
তবে ব্রিটেনে বেশি সাইকেল চালানো বা ফিটনেসে জোর দেওয়ার থেকে বেশি যা নজরে আসছে ভারতীয়দের, তা হল ভারতীয় ব্র্যান্ডের সাইকেলে চড়ে প্রধানমন্ত্রী বরিসের এই সওয়ার৷ ভারতীয় হিরো মোটোর্স সংস্থার ইনসিঙ্ক ব্র্যান্ড যার ডিজাইন করা হয়েছে ম্যাঞ্চেস্টারে, সেই সাইকেলে চড়েছেন বরিস জনসন৷ ভাইকিং, রিড্ডিক, রাইডেল ব্র্যান্ড নিয়ে নিয়েছে হিরো সাইকেল এবং এই সবগুলিকে একসঙ্গে ইনসিঙ্ক (Insync) ব্র্যান্ডের নামে বাজারে এনেছে এই সংস্থা৷ এরমধ্যে রয়েছে ৭৫টি বাইক যার ডিজাইন করছে ম্যাঞ্চেস্টারের হিরো সাইকেলস গ্লোবাল ডিজাইন সেন্টার (Hero Cycles Global Design Centre) ৷
আত্মনির্ভরের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ অর্থাৎ স্বদেশের জিনিস ব্যবহারের ওপর জোর দিয়েছিলেন তিনি৷ বলেছিলেন লোকল পে ভোকাল হতে৷ দেশীয় সামগ্রীর গুরুত্ব বাড়াতে সেই জিনিস নিয়ে সরব হতে দেশবাসীকে আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ এবার ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হিরো ব্র্যান্ডের সাইকেলে চড়তে দেখে বেশ কিছুটা উৎসাহী হলেন ভারতীয়রা৷