হোম /খবর /বিনোদন /
বলিউডের সঙ্গীত পরিচালক ও গায়ক প্রীতমের বাবা প্রয়াত, ট্যুইট কৈলাশ খেরের

বলিউডের সঙ্গীত পরিচালক ও গায়ক প্রীতমের বাবা প্রয়াত, ট্যুইট কৈলাশ খেরের

প্রীতম চক্রবর্তী ৷ ফাইল ছবি ৷

প্রীতম চক্রবর্তী ৷ ফাইল ছবি ৷

প্রীতমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কৈলাশ খের

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: ফের লকডাউনের মাঝেই মৃত্যু সংবাদ বলিউডে ! একটি দুঃসংবাদ  থেকে বেরতে না বেরতেই বলিউড ফের একটি মৃত্যুর খবর আসছে ৷ এইবার বলিউডের সঙ্গীত শিল্পী কৈলাশ খের জানিয়েছেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক ও গায়ক প্রীতমের বাবা প্রয়াত হয়েছেন ৷ কৈলাশ খের ট্যুইট করে জানিয়েছেন  'বন্ধুর বাবা দেবলোকে যাত্রা করেছেন৷ সমগ্র পরিবারের প্রতি সমবেদনা রইল৷ তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন যেন প্রীতমের বাবার আত্মা শান্তি পান৷ কঠিন সময়ে ঈশ্বর যেন শক্তি প্রদান করেন প্রীতম ও তাঁর পরিবারকে'৷  তিনি জানিয়েছেন প্রীতম তাঁর ভ্রাতৃতুল্য৷ কঠিন সময় থেকে যেন প্রীতম বেরিয়ে আসতে পারেন এই প্রার্থনাই করেছেন তিনি  ৷

মূলত প্রীতম এমন একজন শিল্পী যিনি সাধারণ মানুষের কথা ভেবেই গানে সুরারোপ করেন যাতে সব মানুষের ভাললাগে৷ প্রীতমের ভক্তরা এমনই মনে করেন ৷ একটি সময়ে অরিজিৎ সিং-কে একের পর এক সুযোগ দিয়েছিলেন প্রীতম ৷

প্রীতমের পুরো নাম প্রীতম চক্রবর্তী৷ তাঁর বাবা প্রবোধ চক্রবর্তী ৷ সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণের ফলে দুর্গতদের সাহাযার্থে একটি সঙ্গীতানুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রীতম ৷

Published by:Arjun Neogi
First published:

Tags: Bollywood, Coronavirus, COVID-19, Kailash Kher, Pritam Chakraborty