#পহেলগাঁও: প্রথাগতভাবে আজকের দিনই অমরনাথ যাত্রা শুরু হওয়ার কথা৷ কিন্তু করোনা সংক্রমণের জেরে তা সম্ভব হয়নি৷ সমস্ত প্রস্তুতি সম্পন্ন হলেও এ বছর শেষ পর্যন্ত কবে থেকে যাত্রা শুরু হবে, তাও এখনও জানায়নি সরকার৷ তবে যাত্রা নিয়ে ধোঁয়াশা থাকলেও রবিবার নিয়ম মেনেই মহাদেবের পবিত্র দণ্ডটি পহলগাঁও এবং দক্ষিণ কাশ্মীরের মত্তনের সূর্য মন্দিরে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই প্রতি বছরের মতো নিয়ম মেনে ভূমি পুজোও করা হয়৷
কড়া নিরাপত্তার মধ্যে দিয়েই শ্রীনগর থেকে এই পবিত্র দণ্ডটি দক্ষিণ কাশ্মীরের সূর্য মন্দিরে পৌঁছয়৷ মহেন্দ্র দীপেন্দ্র গিরির উপস্থিতিতে সেখানেই ভূমি পুজো সম্পন্ন হয়৷ তবে অন্যান্য বছরের তুলনায় সেখানে ভক্ত সমাগম ছিল হাতেগোনা৷
এবছর করোনা সংক্রমণের কারণে ভক্ত সমাগম কম হলেও প্রতি বছরের মতো অমরনাথ যাত্রা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসাহের শেষ নেই৷ শিব ঠাকুরের দণ্ডকে বরণ করে নিয়ে এ দিনও দক্ষিণ কাশ্মীরের মত্তনের সূর্য মন্দিরে হিন্দু, মুসলিম এবং শিখ সম্প্রদায়ের মানুষ জড়ো হয়েছিলেন৷
এ বছর বালতাল রুট দিয়েই অমরনাথ যাত্রা হওয়ার কথা৷ তাই পহেলগাঁও থেকে পঞ্চতারিণী পর্যন্ত অংশে বরফ সরানো হয়নি৷ তবে বালতাল থেকে পঞ্চতারিণী পর্যন্ত ভক্তদের যাতায়াতের জন্য পথ তৈরি করে রাখা হয়েছে৷ অমরনাথে পাহাড়ের কোলে বরফের শিবলিঙ্গ দেখার জন্য এ বছর দৈনিক মাত্র ৫০০ জনকে যাত্রার অনুমতি দেওয়া হবে৷ দীর্ঘ অপেক্ষা শেষ করে কবে সেই সুযোগ আসে, এখন সেই অপেক্ষাতেই রয়েছেন ভক্তরা৷
Peer Mudasir Ahmed