রীতি মেনে হল ভূমি পুজো, এখনও অমরনাথ যাত্রার দিন ঘোষণার অপেক্ষায় ভক্তরা

Last Updated:

এবছর করোনা সংক্রমণের কারণে ভক্ত সমাগম কম হলেও প্রতি বছরের মতো অমরনাথ যাত্রা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসাহের শেষ নেই৷

#পহেলগাঁও: প্রথাগতভাবে আজকের দিনই অমরনাথ যাত্রা শুরু হওয়ার কথা৷ কিন্তু করোনা সংক্রমণের জেরে তা সম্ভব হয়নি৷ সমস্ত প্রস্তুতি সম্পন্ন হলেও এ বছর শেষ পর্যন্ত কবে থেকে যাত্রা শুরু হবে, তাও এখনও জানায়নি সরকার৷ তবে যাত্রা নিয়ে ধোঁয়াশা থাকলেও রবিবার নিয়ম মেনেই মহাদেবের পবিত্র দণ্ডটি পহলগাঁও এবং দক্ষিণ কাশ্মীরের মত্তনের সূর্য মন্দিরে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই প্রতি বছরের মতো নিয়ম মেনে ভূমি পুজোও করা হয়৷
কড়া নিরাপত্তার মধ্যে দিয়েই শ্রীনগর থেকে এই পবিত্র দণ্ডটি দক্ষিণ কাশ্মীরের সূর্য মন্দিরে পৌঁছয়৷ মহেন্দ্র দীপেন্দ্র গিরির উপস্থিতিতে সেখানেই ভূমি পুজো সম্পন্ন হয়৷ তবে অন্যান্য বছরের তুলনায় সেখানে ভক্ত সমাগম ছিল হাতেগোনা৷
advertisement
এবছর করোনা সংক্রমণের কারণে ভক্ত সমাগম কম হলেও প্রতি বছরের মতো অমরনাথ যাত্রা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসাহের শেষ নেই৷ শিব ঠাকুরের দণ্ডকে বরণ করে নিয়ে এ দিনও দক্ষিণ কাশ্মীরের মত্তনের সূর্য মন্দিরে হিন্দু, মুসলিম এবং শিখ সম্প্রদায়ের মানুষ জড়ো হয়েছিলেন৷
advertisement
এ বছর বালতাল রুট দিয়েই অমরনাথ যাত্রা হওয়ার কথা৷ তাই পহেলগাঁও থেকে পঞ্চতারিণী পর্যন্ত অংশে বরফ সরানো হয়নি৷ তবে বালতাল থেকে পঞ্চতারিণী পর্যন্ত ভক্তদের যাতায়াতের জন্য পথ তৈরি করে রাখা হয়েছে৷ অমরনাথে পাহাড়ের কোলে বরফের শিবলিঙ্গ দেখার জন্য এ বছর দৈনিক মাত্র ৫০০ জনকে যাত্রার অনুমতি দেওয়া হবে৷ দীর্ঘ অপেক্ষা শেষ করে কবে সেই সুযোগ আসে, এখন সেই অপেক্ষাতেই রয়েছেন ভক্তরা৷
advertisement
Peer Mudasir Ahmed
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
রীতি মেনে হল ভূমি পুজো, এখনও অমরনাথ যাত্রার দিন ঘোষণার অপেক্ষায় ভক্তরা
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement