করোনা যোদ্ধাদের কুর্ণিশ ফিফার, পেলে- মারাদোনাদের সঙ্গে ভিডিও-তে ভাইচুং

Last Updated:

ভিডিও-টিতে বিভিন্ন দেশের মোট পঞ্চাশ জন প্রাক্তন এবং বর্তমান ফুটবলারকে দেখা গিয়েছে৷

#জুরিখ: করোনা সংক্রমণের বিরুদ্ধে যাঁরা সামনে থেকে লড়ছেন, তাঁদের সম্মান জানাতে এবার বিশেষ ভিডিও প্রকাশ করল ফিফা৷ আরে সেই ভিডিও-তেই পেলে, মারাদোনা, জিদানদের মতো কিংবদন্তিদের সঙ্গে জায়গা করে নিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়া৷
ভিডিও-তে একটানা হাততালি দিয়ে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ করোনা মোকাবিলায় জীবন বাজি রেখে কাজ করা বিভিন্ন পেশার মানুষকে সম্মান জানিয়েছেন প্রাক্তন এবং বর্তমান কিংবদন্তি এবং তারকা ফুটবলাররা৷ এরকমই ভিডিও-তে এই কিংবদন্তিদের সঙ্গে ভাইচুংয়ের জায়গা পাওয়া ভারতীয় ক্রীড়ামহলের কাছেও নিঃসন্দেহে গর্বের৷
advertisement
advertisement
ভিডিও-টিতে বিভিন্ন দেশের মোট পঞ্চাশ জন প্রাক্তন এবং বর্তমান ফুটবলারকে দেখা গিয়েছে৷ #WEWILLWIN- এই বার্তা দিতেই ভিডিওটি তৈরি করেছে ফিফা৷ অর্থাৎ করোনার বিরুদ্ধে লড়াইয়ে যে জয় আসবেই, সেটাই বোঝানো হয়েছে৷
ভাইচুং ছাড়াও যে কিংবদন্তিদের এই ভিডিও-তে দেখা গিয়েছে তাঁদের মধ্যে রয়েছেন ডেভিড বেকহ্যাম, বুঁফো, ফাবিও কানাভারো, ইকার কাসিয়াস, কাকা, জেরার্ড পিকে, সার্জিও রামোস, রবার্তো কার্লোস, রোনাল্ডো সিনিয়র, মার্কো ভান বাস্তেন৷ এছাড়া পেলে, দিয়েগো মারাদোনা এবং জিনেদিন জিদানরা তো রয়েছেনই৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা যোদ্ধাদের কুর্ণিশ ফিফার, পেলে- মারাদোনাদের সঙ্গে ভিডিও-তে ভাইচুং
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement