৯৮ দিন পর খুলল সেলুন, আনন্দে সোনার কাঁচি দিয়ে চুল কাটলেন সেলুন মালিক

Last Updated:

সেলুন মালিক রামভাউ সঙ্কপাল তিন মাস পরে দোকান খোলায় এতটাই খুশি যে গ্রাহককে ভগবান রূপে মনে করে সোনার কাঁচি দিয়ে চুল কাটার সিদ্ধান্ত নেন৷

#মুম্বই: লকডাউনের জেরে একটানা ৯৮ দিন বন্ধ থাকার পর অবশেষে মঙ্গলবার থেকে মহারাষ্ট্রে সেলুন এবং পার্লার খোলার অনুমতি মিলেছে৷ আর দীর্ঘ দিন পর দোকান খোলার আনন্দে মহারাষ্ট্রের এক সেলুন মালিক প্রথম গ্রাহকের জন্য সোনার কাঁচি তৈরি করে এনেছিলেন৷ ১০ ভরি সোনা দিয়ে কাঁচিটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন ওই সেলুন মালিক৷
জানা গিয়েছে, মহারাষ্ট্রের কোলহাপুরের একটি সেলুনের মালিক এই কাণ্ড ঘটিয়েছেন৷ সেলুন মালিক রামভাউ সঙ্কপাল তিন মাস পরে দোকান খোলায় এতটাই খুশি যে গ্রাহককে ভগবান রূপে মনে করে সোনার কাঁচি দিয়ে চুল কাটার সিদ্ধান্ত নেন৷ রামভাউয়ের কথায়, তিন মাস ধরে উপার্জন পুরোপুরি বন্ধ ছিল৷ এবার লকডাউন ওঠায় পরিস্থিতি ধীরে ধীরে হলেও স্বাভাবিক হবে এই আশাতেই সোনার কাঁচি দিয়ে চুল কাটার সিদ্ধান্ত নেন তিনি৷
advertisement
সংবাদসংস্থা পিটিআই-কে রামভাউ বলেন, সেলুন বন্ধ থাকায় গত তিন মাসে তাঁর মতো অনেকেই আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন৷ সেই দুঃসময় শেষ হয়ে নতুন করে সেলুন খোলার মুহূর্তটিকেই তিনি স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন৷ নিজের সঞ্চিত অর্থ থেকেই তিনি দশ ভরি সোনা দিয়ে এই কাঁচি তৈরি করেছেন বলে দাবি করেছেন রামভাউ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
৯৮ দিন পর খুলল সেলুন, আনন্দে সোনার কাঁচি দিয়ে চুল কাটলেন সেলুন মালিক
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement