#ঢাকা: বাংলাদেশেও অবশেষে থাবা বসাল মারণ ভাইরাস করোনা ৷ এ ক’দিনে মোট ১৪ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল ৷ শেষপর্যন্ত মৃ্ত্যু হল একজনের ৷ আজ, বুধবার করোনাভাইরাসে বাংলাদেশে প্রথম একজনের মৃত্যুর খবর জানানো হয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ আইইডিসিআর-এর তরফে ৷
করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তির বয়স ৭০ বছর বলে জানা গিয়েছে ৷ আজ, বুধবার বিকেল সাড়ে তিনটে নাগাদ ব্যক্তির মৃত্যুর খবর জানানো হয় আইইডিসিআর-এর তরফে ৷
বাংলাদেশে এখনও পর্যন্ত ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন তিনজন আক্রান্তের মধ্যে দু’জন ইতালি ফেরত ৷ এবং অন্যজন কুয়েত থেকে এসেছেন। করোনায় মৃত ব্যক্তি করোনা রোগীর সংস্পর্শে আক্রান্ত হন। এছাড়া তিনি ডায়েবেটিস ও কিডনি সমস্যায় ভুগছিলেন বলেও জানা গিয়েছে ৷