#গুয়াহাটি: একের পর শুয়োরের মৃত্যু ঘটছে অসমের ছ'টি জেলায়। পর্যবেক্ষকরা সন্দেহ করছেন করোনা মধ্যে থাবা বসাচ্ছে সোয়াইন ফ্লুও। এই অবস্থায় নমুনা পরীক্ষা হয়ে না আসা পর্যন্ত শুয়োরের মাংস বিক্রি বন্ধ রাখল অসম সরকার।
রবিবারই অসম সরকারের পক্ষ থেকে জানানো হয়, ইতিমধ্যেই ভোপালে শুয়োরের রক্তের নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট পর্যবেক্ষণ করেই জানানো হবে আবার কবে খুলবে মাংসের দোকান।
এখনও পর্যন্ত মোট ১৯৭৪টি শুয়োর মারা গিয়েছে আসামে। মূলত ডিব্রুগড়, শিবসাগর, লক্ষ্মীপুর, বিশ্বনাথ, জোরহাট, ধিমাজি জেলা থেকেই খবর এসেছে ১১২৪টি শুয়োর মৃত্যুর খবর। এমনিতেই করোনার আতঙ্ক রয়েছে। তার মধ্যে বাড়তি ঝুঁকি নিতে চায় না অসম সরকার। এই কারণেই এই সিদ্ধান্ত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Assam, Coronavirus, COVID-19, Swine Flu