করোনা ভাইরাসের চিকিৎসায় অশ্বগন্ধা দিয়ে তৈরি হবে ভ্যাকসিন, দিল্লি IIT ও জাপানের AIST-র চাঞ্চল্যকর দাবি

Last Updated:

ভারতে হাজার বছর থেকে প্রচলিত আয়ুর্বেদের অব্যর্থ অশ্বগন্ধাই কি পৃথিবী থেকে করোনাকে সরাতে পারবে

#নয়াদিল্লি :  আইআইটি দিল্লির DAILAB এবং জাপানের ন্যাশানাল ইনস্টিটিউট অফ অ্যাডভানসড ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স ও টেকনোলজি (AIST)  -র দাবি করোনা ভাইরাসের মোকাবিলায় বড় ভূমিকা নিতে পারে অশ্বগন্ধা ৷ করোনা ভাইরাসের সংক্রমণের সঙ্গে লড়তে জোরকদমে ভ্যাকসিনের খোঁজ চলছে ৷ আর সেখানেই এই অশ্বগন্ধা মিরাকেল দেখাতে চলেছে ৷
রিসার্চকারী দলের খোঁজ অনুযায়ী অশ্বগন্ধা ও প্রোপলিসের মধ্যে স্বাভাবিকভাবেই যে উপকরণ থাকে তা অ্যান্টি করোনাভাইরাস ড্রাগের ক্ষেত্রে কার্যকরী ৷ রিসার্চকারী দলের দায়িত্বে প্রাপ্ত প্রধান প্রফেসার ডি সুন্দর . DAILAB -র কো অর্ডিনেটর ও বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও বায়ো টেকনোলজি এই তথ্য সামনে এনেছে ৷ দিল্লি আইআইটি জানিয়েছে দ্রুত এই রিসার্চ প্রকাশিত হবে Biomolecular Structure and Dynamics-র জার্নালে৷
advertisement
আইআইটি -ডি নিজেদের একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে রিসার্চারদের মূল লক্ষ্য SARS-CoV-2-র প্রোটিন যেটা মূল প্রোটিয়াস বা Mpro তাকে ভেঙে ফেলা ৷  Mpro -র জন্যেই ভাইরাল রেপ্লিকেশন হচ্ছে ৷ বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন উইদানোন (Wi-N) একটি স্বাভাবিক প্রপার্টি যেটা অশ্বগন্ধাতে পাওয়া যায় আর নিউজিল্যান্ডের প্রোপলিস থেকে পাওয়া ক্যাফিক অ্যাসিড ফেনেথিল ইস্টার  (CAPE) এমপ্রো-র কার্যকলাপকে আটকে দেয় ৷ বিশেষ ফল পাওয়ার জন্য সঠিক ও গুণগত মান বজায় রেখে ব্যবহার করলে তা কার্যকরী হবে ৷
advertisement
advertisement
প্রফেসার সুন্দর জানিয়েছেন, এমনিতেই ভারতীয় আয়ুর্বেদ অনুযায়ী অশ্বগন্ধা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে ৷ এখনকার রিসার্চ দেখিয়ে দিল এর একটা অ্যান্টি ভাইরাল প্রপার্টি রয়েছে ৷ প্রফেসার সুন্দর জানিয়েছেন, ‘চিরাচরিত মেডিসিন সিস্টেম আয়ুর্বেদে হাজার বছর ধরে চলে এসেছে ৷ এখনকার আধুনিক ওষুধের মতো এই প্রাচীন ওষুধগুলির কার্যক্ষমতা এতদিন এভাবে খতিয়ে দেখা হয়নি ৷ ’
advertisement
করোনা ভাইরাস অতিমারির বিরুদ্ধে লড়াই করতে এটা সময় ও টাকা বাঁচানোর পাশাপাশি কার্যকারী ভূমিকা নেবে ৷ তারা অবশ্য জানিয়েছেন পুরো ওষুধ তৈরি করতে কিছুটা সময় লাগবে ৷
আইআইটি-র ছাত্র বিপুল কুমার এবং AIST -র ফেলো জসপ্রীত কউর ধানজাল এই নিয়েই রিসার্চে ব্যস্ত রয়েছেন ৷
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা ভাইরাসের চিকিৎসায় অশ্বগন্ধা দিয়ে তৈরি হবে ভ্যাকসিন, দিল্লি IIT ও জাপানের AIST-র চাঞ্চল্যকর দাবি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement