কথা দিয়েছিলেন ট্রাম্প, সোমবারই ভারতে আসছে ১০০টি মার্কিন ভেন্টিলেটর

Last Updated:

প্রথম দফায়, প্রায় ১০০টি উন্নত প্রযুক্তির ভেন্টিলেটর আসছে ভারতে৷ শিকাগো থেকে এই ভেন্টিলেটরগুলি আসছে, যার ম্যানুফ্যাকচার করেছে জোল (Zoll) নামক এক মার্কিন সংস্থা৷

#নয়াদিল্লি: প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট৷ সেই মতো কথা রাখলেন তিনি৷ প্রথম দফায় ভারতে ১০০টি ভেন্টিলেটর পাঠাচ্ছে আমেরিকা৷ সোমবার তা এসে পৌঁছনোর কথা৷ প্রথম দফায়, প্রায় ১০০টি উন্নত প্রযুক্তির ভেন্টিলেটর আসছে ভারতে৷ শিকাগো থেকে এই ভেন্টিলেটরগুলি আসছে, যার ম্যানুফ্যাকচার করেছে জোল (Zoll) নামক এক মার্কিন সংস্থা৷
এটি অনুদান হিসেবে ভারতকে দিচ্ছে আমেরিকা, জানালেন এক উচ্চপদস্থ আধিকারিক৷ এয়ার ইন্ডিয়ার বিমানে আসতে চলেছে এই ভেন্টিলেটর৷ দেশে ভেন্টিলেটর নিয়ে আসার পুরো প্রক্রিয়াটি তদারকি করছে ইন্ডিয়া রেড ক্রস সোসাইটি৷
সরকারি কর্তারা জানাচ্ছেন যে, দেশে ভেন্টিলেটরগুলি পৌঁছনোর পর একটি ছোট অনুষ্ঠান হবে, যা মূলত মার্কিন উদ্যোগকে স্বাগাত জানানোর জন্য৷ এর পরই এই যন্ত্রগুলি নির্দিষ্ট হাসপাতালে পৌঁছে দেওয়া হবে চিকিৎসার জন্য৷
advertisement
advertisement
১৬ মে ট্রাম্প ট্যুইটে জানান, 'ভারতকে ভেন্টিলেটর দেবে আমেরিকা৷ এভাবে বন্ধু দেশকে সাহায্য করতে পেরে আমি খুশি৷ ভ্যাকসিন তৈরিতে একযোগে কাজ করবে এই দুই দেশ৷ একসঙ্গে শত্রু করোনার বিরুদ্ধে লড়াই করব আমরা'৷ মার্কিন প্রসিডেন্টের এই সাহায্যে পাল্টা তাকে ধন্যবাদ জানান মোদি৷ এবং ভারত-মার্কিন সম্পর্কের ওপর তিনি জোর দেন৷
মোদি বলেন, 'এমন দুঃসময় একসঙ্গে কাজ করা উচিৎ এবং একসঙ্গেই করোনা দূরীকরণে লড়াই চালানো উচিৎ'৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
কথা দিয়েছিলেন ট্রাম্প, সোমবারই ভারতে আসছে ১০০টি মার্কিন ভেন্টিলেটর
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement