কথা দিয়েছিলেন ট্রাম্প, সোমবারই ভারতে আসছে ১০০টি মার্কিন ভেন্টিলেটর
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
প্রথম দফায়, প্রায় ১০০টি উন্নত প্রযুক্তির ভেন্টিলেটর আসছে ভারতে৷ শিকাগো থেকে এই ভেন্টিলেটরগুলি আসছে, যার ম্যানুফ্যাকচার করেছে জোল (Zoll) নামক এক মার্কিন সংস্থা৷
#নয়াদিল্লি: প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট৷ সেই মতো কথা রাখলেন তিনি৷ প্রথম দফায় ভারতে ১০০টি ভেন্টিলেটর পাঠাচ্ছে আমেরিকা৷ সোমবার তা এসে পৌঁছনোর কথা৷ প্রথম দফায়, প্রায় ১০০টি উন্নত প্রযুক্তির ভেন্টিলেটর আসছে ভারতে৷ শিকাগো থেকে এই ভেন্টিলেটরগুলি আসছে, যার ম্যানুফ্যাকচার করেছে জোল (Zoll) নামক এক মার্কিন সংস্থা৷
এটি অনুদান হিসেবে ভারতকে দিচ্ছে আমেরিকা, জানালেন এক উচ্চপদস্থ আধিকারিক৷ এয়ার ইন্ডিয়ার বিমানে আসতে চলেছে এই ভেন্টিলেটর৷ দেশে ভেন্টিলেটর নিয়ে আসার পুরো প্রক্রিয়াটি তদারকি করছে ইন্ডিয়া রেড ক্রস সোসাইটি৷
সরকারি কর্তারা জানাচ্ছেন যে, দেশে ভেন্টিলেটরগুলি পৌঁছনোর পর একটি ছোট অনুষ্ঠান হবে, যা মূলত মার্কিন উদ্যোগকে স্বাগাত জানানোর জন্য৷ এর পরই এই যন্ত্রগুলি নির্দিষ্ট হাসপাতালে পৌঁছে দেওয়া হবে চিকিৎসার জন্য৷
advertisement
advertisement
১৬ মে ট্রাম্প ট্যুইটে জানান, 'ভারতকে ভেন্টিলেটর দেবে আমেরিকা৷ এভাবে বন্ধু দেশকে সাহায্য করতে পেরে আমি খুশি৷ ভ্যাকসিন তৈরিতে একযোগে কাজ করবে এই দুই দেশ৷ একসঙ্গে শত্রু করোনার বিরুদ্ধে লড়াই করব আমরা'৷ মার্কিন প্রসিডেন্টের এই সাহায্যে পাল্টা তাকে ধন্যবাদ জানান মোদি৷ এবং ভারত-মার্কিন সম্পর্কের ওপর তিনি জোর দেন৷
মোদি বলেন, 'এমন দুঃসময় একসঙ্গে কাজ করা উচিৎ এবং একসঙ্গেই করোনা দূরীকরণে লড়াই চালানো উচিৎ'৷
Location :
First Published :
June 14, 2020 7:51 AM IST