Coronavirus৷ হোলি খেলবেন না কেজরিওয়ালও, করোনা আতঙ্ক ছাড়াও রয়েছে অন্য কারণ

Last Updated:
#নয়াদিল্লি: নরেন্দ্র মোদী- অমিত শাহদের পথেই হাঁটলেন অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্য়মন্ত্রীও জানিয়ে দিলেন, এবার তিনি বা তাঁর মন্ত্রিসভার কোনও সদস্য়ই হোলি খেলবেন না৷ তবে শুধু করোনা ভাইরাস নয়, কেজরিওয়াল জানিয়েছেন দিল্লির হিংসায় বহু মানুষের প্রাণহানির ঘটনার কথা মাথায় রেখেও এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা৷
এ দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, করোনা ভাইরাস সংক্রমণ রুখতে এবছর হোলির উৎসবে সামিল না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷ বিশেষজ্ঞরা যেহেতু একই জায়গায় বেশি মানুষকে জড়ো না হওয়ার পরামর্শ দিচ্ছেন, সেকথা মাথায় রেখেই হোলি না খেলার কথা জানান প্রধানমন্ত্রী৷ কিছুক্ষণের মধ্যেই একই সিদ্ধান্তের কথা জানান অমিত শাহ- জে পি নাড্ডারা৷
advertisement
কেজরিওয়াল অবশ্য করোনা আতঙ্কের সঙ্গে দিল্লির হিংসার বিষয়টিও হোলি না খেলার কারণ হিসেবে তুলে ধরেছেন৷ এ দিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 'আমিও এ বছর হোলি না খেলার সিদ্ধান্ত নিয়েছি৷ করোনা ভাইরাস এর অন্যতম কারণ ঠিকই৷ তাছাড়াও দিল্লির সাম্প্রতিক হিংসায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন৷ মানুষ যন্ত্রণার মধ্যে রয়েছেন৷ তাই আমি বা আমার কোনও মন্ত্রী এ বছর হোলি খেলব না৷'
advertisement
advertisement
মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন কেজরিওয়াল৷ আলোচনা ইতিবাচক হয়েছে বলেই দাবি করেন তিনি৷ সেখানেও করোনা ভাইরাসের পাশাপাশি দিল্লি হিংসার প্রসঙ্গ উঠেছিল বলে বৈঠকের শেষে দাবি করেন কেজরিওয়াল৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Coronavirus৷ হোলি খেলবেন না কেজরিওয়ালও, করোনা আতঙ্ক ছাড়াও রয়েছে অন্য কারণ
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement