Copa America টুর্নামেন্টে এবার থাবা Coronavirus-র, স্থগিত হল লাতিন আমেরিকা সেরা ফুটবল যুদ্ধ

Last Updated:

করোনা ভাইরাস সংক্রমণে রেকর্ড বৃদ্ধি তাই আর্জেন্টিনা আয়োজন করতে চাইছে না কোপা আমেরিকা৷

#বুয়েনস আয়ার্স: আর্জেন্টিনায় আয়োজিত হতে চলা ২০২১ -র কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট (Copa America football tournament)  স্থগিত হয়ে গেল৷ বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছে কোপা আয়োজকরা৷ CONMEBOLপক্ষ থেকে জারি করা বিবৃতি অনুযায়ি যেহেতু দেশে কোভিড ১৯ -এ পরিস্থিতিতে বৃদ্ধি একেবারে রেকর্ড পরিমাণে হয়েছে৷ দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থা গত সপ্তাহে কলম্বিয়াকে আয়োজকের তালিকা থেকে বাদ দিয়েছে৷ কারণ সেখানে অসহিষ্ণুতার আবহ চরমে৷ তারা জানিয়েছে কোপা আয়োজন করার জন্য অন্য কোনও দেশের নাম ভাবনা চিন্তা করা হচ্ছে৷ গভর্নিং বডি ট্যুইট করে জানিয়েছেন, ‘‘ CONMEBOL বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে জানাচ্ছে এই মুহূর্তে আর্জেন্টিনায় কোপা আমেরিকা আয়োজন স্থগিত রাখা হয়েছে৷ ’’
তারা আরও জানিয়েছেন. ‘‘CONMEBOL  খতিয়ে দেখছে যারা আর্জেন্টিনার সঙ্গে যুগ্ম আয়োজক হিসেবে কোপা আয়োজনের জন্য আবেদন করেছে৷ ’’
আসলে কোপা আমেরিকা নির্ধারিত সূচি অনুযায়ি ২০২০ তে আয়োজন হওয়ার কথা ছিল৷ তবে করোনা ভাইরাস অতিমারির (coronavirus pandemic) কারণে তা ১২ মাসের জন্য পিছিয়ে দেওয়া হয়৷
advertisement
এবার এই টুর্নামেন্টে কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে সোমবার বৈঠকে বসবেন আধিকারিকরা৷ শুক্রবার একটি ভোটিং হয়েছিল, যেখানে বেশি সংখ্যক আর্জেন্তিনীয়রা করোনা পরিস্থিতিতে দেশে টুর্নামেন্ট আয়োজন করার বিপক্ষে মত দিয়েছেন৷
advertisement
নির্ধারিত সূচি মেনে কোপা আমেরিকা আর ২ সপ্তাহ বাদে শুরু হওয়ার কথা ছিল৷ প্রতি দিনের সংক্রমণে রেকর্ড বৃদ্ধির ফলে এই মুহূর্তে আর্জেন্টিনায় ৯ দিনের লকডাউন চলছে৷
আর্জেন্তাইন প্রশাসন আশা করছে যে লকডাউন ২২ মে শুরু হয়েছে তার দৌলতে করোন সংক্রমণের কার্ভ ফ্ল্যাট হয়ে যাবে কোপা আমেরিকার আগেই৷
আর্জেন্টিনা কড়া নিয়মবিধি পালনের আশ্বাস দিয়েছিল CONMEBOL কে যার জন্য অতিরিক্ত স্টেডিয়াম টুর্নামেন্টের জন্য প্রস্তুত রাখতে হয়েছিল৷
advertisement
CONMEBOL  মে মাসের ২০ তারিখে কলম্বিয়ার আবেদন খারিজ করে দেয়৷ নির্ধারিত সূচি অনুযায়ি ১৩ জুন থেকে ১০ জুলাই অবধি লাতিন আমেরিকা সেরার এই টুর্নামেন্ট আয়োজন হওয়ার কথা৷ কিন্তু কোভিড ১৯ ( Covid-19 ) কেসে অত্যন্ত বৃদ্ধির জন্য কলম্বিয়াতে সামাজিক অস্থিরতা তৈরি হয়েছে , চলছে প্রতিবাদ আন্দোলনও৷
কলম্বিয়া আয়োজকের তালিকা থেকে বাদ দেওয়ার পর একমাত্র আয়োজক দাঁড়ায় আর্জেন্টিনা৷ তবে সাম্প্রতিক পোলে আর্জেন্টাইনদের পক্ষ থেকে ৭০ শতাংশ মানুষ দেশে কোপা আয়োজন হোক চাইছেন না৷ মাত্র ২০ শতাংশ মানুষ চাইছেন আর্জেন্টিনায় আয়োজন হোক ,আর ১০ শতাংশ মানুষ কিছু মন্তব্য করেননি৷
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Copa America টুর্নামেন্টে এবার থাবা Coronavirus-র, স্থগিত হল লাতিন আমেরিকা সেরা ফুটবল যুদ্ধ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement