#Lockdown: কৃষকদের কষ্ট দূর করতে ফ্যাক্টরির ক্যান্টিনে কলাপাতায় খাওয়ার ব্যবস্থা,আনন্দ মহীন্দ্রাকে কুর্নিশ নেটিজেনদের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
‘সকলের তরে সকলে আমরা’
#নয়াদিল্লি: মহীন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহীন্দ্রা ফের একবার নেটিজেনদের মন জয় করে নিলেন ৷ বৃহস্পতিবার নিজের ফ্যাক্টরির ক্যান্টিনের ছবি ট্যুইট করেন আনন্দ মহীন্দ্রা ৷ লকডাউনের জেরে কষ্টের মধ্যে রয়েছেন কৃষকরা ৷ তাই তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে ফ্যাক্টরির ক্যান্টিনে স্টাফদের কলাপাতায় খাবার দেওয়া শুরু করলেন ৷
কলা চাষীরা আর পাঁচজনের মধ্যে দারুণ অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছেন আর তাই এভাবেই তাঁদের সাহায্য করার কথা ভেবেছেন আনন্দ মহীন্দ্রা ৷ নিজের ট্যুইটে আনন্দ মহীন্দ্রা লিখেছেন, ‘একজন অবসরপ্রাপ্ত সাংবাদিক পদ্ম রামানাথ তাঁকে মেল করে জানিয়েছিলেন ওদের দুর্দশা থেকে উদ্ধার করতে প্লেটের বদলে কলা পাতার থালা ব্যবহার করতে ৷ কারণ কলাপাতা যাঁরা উৎপাদন করেন তাঁদের অসুবিধা হচ্ছে সেগুলি বিক্রি করতে ৷ আমাদের দ্রুত কার্যকারী ফ্যাক্টরি দল সঙ্গে সঙ্গে সেই আইডিয়া নিয়ে নেয়, ধন্যবাদ ৷ ’
advertisement
A retired journalist, Padma Ramnath mailed me out of the blue & suggested that if our canteens used banana leaves as plates, it would help struggling banana farmers who were having trouble selling their produce. Our proactive factory teams acted instantly on the idea...Thank you! pic.twitter.com/ouUx7xfMdK
— anand mahindra (@anandmahindra) April 9, 2020
advertisement
advertisement
করোনা ভাইরাস অতিমারির সময়ে লড়াইতে আনন্দ মহীন্দ্রা নিজের ক্ষমতায় যেভাবে সাহায্য করা সম্ভব তাই করছেন ৷ তিনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ভেন্টিলেটর বানাতে সাহায্য করছেন৷ তাঁর দল তিনরকমের ভেন্টিলেটর নিয়ে এসেছে ৷ কারণ মারণ করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করতে টেস্ট কিটের পাশাপাশি ভেন্টিলেটরও খুব গুরুত্বপূর্ণ ৷
আনন্দ মহীন্দ্রা লিখেছেন, ‘খুব খুব গর্বিত আমাদের কান্দিভালি ও ইগতাপুরি দলের কাছে যারা নিজেদের ফ্যাক্টরির মধ্যেই আটকে রেখে ৪৮ ঘণ্টা ধরে উৎপাদন চালিয়ে যাচ্ছেন ৷ আমি যাঁরা বিশেষজ্ঞ তাঁদের পরামর্শ নিয়ে এগুলিকে কার্যকারীভাবে ব্যবহার করতে চাই ৷ যাতে ভারত লড়াইতে ফিরতে পারে ৷ ’
view commentsLocation :
First Published :
April 10, 2020 4:43 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
#Lockdown: কৃষকদের কষ্ট দূর করতে ফ্যাক্টরির ক্যান্টিনে কলাপাতায় খাওয়ার ব্যবস্থা,আনন্দ মহীন্দ্রাকে কুর্নিশ নেটিজেনদের