আমফানে বিপর্যস্ত মোবাইল ও ইন্টারনেট পরিষেবা, অনলাইন ক্লাস করতে সমস্যায় পড়ুয়ারা

Last Updated:

নেটওয়ার্ক না মেলায় নাকাল হতে হচ্ছে পড়ুয়াদের ৷ সময়ে সিলেবাস শেষ হওয়া নিয়ে বাড়ছে চিন্তা ৷

#কলকাতা: আমফানের তান্ডবে লন্ডভন্ড কলকাতা। ঝড়ের ভয়ঙ্কর ঝাপটায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত মহানগরীর মোবাইল পরিষেবা। বহু এলাকায় বন্ধ ইন্টারনেট। এর জেরে শিকেয় উঠেছে অনলাইনে পড়াশোনা। ক্লাস করতে বসে কালঘাম ছুটছে পডুয়াদের।
‘‘আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এখন ব্যস্ত আছে। কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন...।’’ কিংবা মোবাইলে ভেসে আসছে আপনি যে নম্বরটি ডায়াল করেছেন সেটি যাচাই করে নিন। অনলাইনে ক্লাস করতে বসে এমনই অভিজ্ঞতা বিভিন্ন স্কুলের পড়ুয়াদের।
লকডাউনে বন্ধ স্কুল-কলেজ। পড়াশোনা চালিয়ে যেতে পড়ুয়াদের ভরসা অনলাইন ক্লাস। স্কুলের প্রজেক্ট তৈরি করা। অ্যাসাইনমেন্ট জমা দেওয়া। বাড়িতে বসেই ইন্টারনেটের মাধ্যমে সব চলছিল। ঘূর্ণিঝড় আমফান হঠাৎই ছবিটা বদলে দিয়েছে। গাছ ও বিদ্যুতের খুঁটির পাশাপাশি ঝড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন টেলিকম সংস্থার টাওয়ার। যার জেরে বিঘ্নিত হচ্ছে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা। সকাল থেকে অপেক্ষা করে বসে থাকতে হচ্ছে কখন নেটওয়ার্ক আসবে। অথচ ক্লাস থেমে নেই। পড়তে বসে কখনও মোবাইলে শিক্ষক-শিক্ষিকাদের কথা শোনা যাচ্ছে না, তো কখনও স্কুলের পাঠানো অ্যাসানমেন্ট ডাউনলোড হচ্ছে না। নাকাল অবস্থা পড়ুয়াদের।
advertisement
advertisement
এরইমধ্যে অনেক স্কুলে আবার ইউনিট টেস্টও শুরু হয়েছে। এই অবস্থা চললে সময়ে কীভাবে সিলেবাস শেষ হবে? চিন্তায় পড়ুয়ারা।
যাদের জিও কানেকশন রয়েছে তারা তাও ক্লাস করতে পারছে। বাকি সার্ভিস প্রোভাইডারদের অবস্থা তথৈবচ।
পড়ুয়াদের সমস্যার কথা ভেবে বাধ্য হয়ে অনেক স্কুল সাময়িকভাবে অনলাইন ক্লাস বন্ধ রাখতে বাধ্য হয়েছে। কিন্তু এভাবে আর কতদিন? লকডাউনে একেই স্কুল বন্ধ। তারওপর ইন্টারনেট পরিষেবা কার্যত ভেঙে পড়ায় পড়ুয়া ও অভিভাবকদের কপালে চিন্তার ভাঁজ। দ্রুত সমাধান চাইছেন তারা। ক্যামেরায় সুমন বসু ও বিপুল ঘোষের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ি।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
আমফানে বিপর্যস্ত মোবাইল ও ইন্টারনেট পরিষেবা, অনলাইন ক্লাস করতে সমস্যায় পড়ুয়ারা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement