Home /News /coronavirus-latest-news /
সাবধান! শরীর থেকে দূর হলেও করোনা আক্রান্তের মলে বেঁচে থাকে করোনা ভাইরাস! ভিডিওটি দেখুন

সাবধান! শরীর থেকে দূর হলেও করোনা আক্রান্তের মলে বেঁচে থাকে করোনা ভাইরাস! ভিডিওটি দেখুন

করোনায় আক্রান্ত হয়েও অনেকে উপসর্গহীন থাকছেন৷ কিন্তু সাধারণত করোনার দু'টি মূল উপসর্গের কথাই বলছেন চিকিৎসকরা৷ সেগুলি হলো জ্বর এবং কাশি৷ এর পাশাপাশি অনেকের শ্বাসকষ্টের সমস্যাও দেখা দেয়৷

করোনায় আক্রান্ত হয়েও অনেকে উপসর্গহীন থাকছেন৷ কিন্তু সাধারণত করোনার দু'টি মূল উপসর্গের কথাই বলছেন চিকিৎসকরা৷ সেগুলি হলো জ্বর এবং কাশি৷ এর পাশাপাশি অনেকের শ্বাসকষ্টের সমস্যাও দেখা দেয়৷

সোশ্যাল ডিসট্যানসিং, আইসোলেশন, লকডাইন পদ্ধতির মাধ্যমে ধীরে ধীরে এই রোগের প্রকোপ কমিয়েছে তারা৷ এখন চলছে নানাবিধ গবেষণা৷ এমনই এক গবেষণায় উঠে এসেছে...

 • Share this:

  #মুম্বই: করোনার সংক্রমণ থেকে শরীর সুস্থ হয়ে উঠলেও, করোনা আক্রান্তের মলে করোনাভাইরাসের জীবাণু বাঁচে কয়েক সপ্তাহ পর্যন্ত৷ চিনের বিজ্ঞানীরা এই তথ্য সামনে আনছেন৷ চিনের ইউহান প্রদেশে মারণ করোনা ছড়িয়ে পড়ে গত বছর ডিসেম্বর থেকে৷ তারপরই এই রোগ নিয়ে সেখানে শুরু হয়েছে নানা পরীক্ষা নিরিক্ষা৷

  সোশ্যাল ডিসট্যানসিং, আইসোলেশন, লকডাইন পদ্ধতির মাধ্যমে ধীরে ধীরে এই রোগের প্রকোপ কমিয়েছে তারা৷ এখন চলছে নানাবিধ গবেষণা৷ এমনই এক গবেষণায় উঠে এসেছে মানুষের মলে করোনার বেঁচে থাকার তথ্য৷ যা নতুন করে চিন্তা ফেলেছে৷ কারণ এই মলে কোনও মাছি যদি বসে এবং পরে সেই মাছিটি কোনও ফল বা সবজিতে বসলে তার থেকে করোনা ছড়াতে পারে৷ এমন আশঙ্কা তৈরি হয়েছে৷

  ভারতের জন সাধারণের সামনে এই তথ্য তুলে ধরেছেন অভিনেতা অমিতাভ বচ্চন৷ এই কারণে তিনি ফের শৌচালয় ব্যবহারের কথা তুলে ধরেছেন৷ প্রধানমন্ত্রী এই বিশেষ প্রকল্প যার মাধ্যমে গ্রামের বহু মানুষকে মাঠঘাটে শৌচকর্মের জন্য আর যেতে হয় না, তার কথাও উল্লেখ করেছেন বিগ বি৷ তিনি বলেছেন যে এই পরিস্থিতিতে শৌচালয়ে শৌচকর্ম না করলে বিপদ, কারণ তার ফলে আরও ছড়িয়ে পড়তে পারে করোনার জীবাণু৷

  এরই সঙ্গে তিনি বলেন যে নিয়মিত হাত ধোয়া সোশ্যাল ডিসট্যান্সিং মেনে চলার কথা৷ অমিতাভ বচ্চনের এই ভিডিওটি নরেন্দ্র মোদি নিজেও রিট্যইট করে দেশবাসীকে সাবধান করেছেন৷

  Published by:Pooja Basu
  First published:

  Tags: Amitabh Bachchan, Coronavirus, Coronavirus awareness, COVID-19

  পরবর্তী খবর