২১ জুলাই শুরু হতে পারে অমরনাথ যাত্রা, থাকছে একগুচ্ছ বিধিনিষেধ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এ বছর বালতালের দিক দিয়েই যাত্রার অনুমতি দেওয়া হবে৷ ওই পথে অমরনাথ যাত্রার সময়ও কম লাগে৷
#কাশ্মীর: সরকারের চূড়ান্ত সম্মতি পেলে চলতি বছরের ২১ জুলাই থেকে শুরু হতে পারে অমরনাথ যাত্রা৷ তবে করোনা ভাইরাস সংক্রান্ত সতর্কতার জন্য দৈনিক ২০০০ পুণ্যার্থীকে যাত্রার অনুমতি দেওয়া হবে৷ এ বছরের অমরনাথ যাত্রাও সংক্ষিপ্ত করে ২১ জুলাই থেকে ৩ অগাস্ট পর্যন্ত৷ এ দিন শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের আধিকারিকদের তরফে এ কথা জানানো হয়েছে৷
এ বছর বালতালের দিক দিয়েই যাত্রার অনুমতি দেওয়া হবে৷ ওই পথে অমরনাথ যাত্রার সময়ও কম লাগে৷ পহেলগাঁওয়ের দিক দিয়ে তুলনা দীর্ঘ পথটি দিয়ে যাত্রার বন্ধ থাকছে৷ এর পাশাপাশি আরও বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হচ্ছে৷ যেমন সাধুদের ছাড়া ৫৫ বছরের ঊর্ধ্বে কাউকেই যাত্রার অনুমতি দেওয়া হবে না৷ তবে যাত্রার অনুমতি পাওয়ার প্রধান শর্তই হলো প্রত্যেকের কাছে কোভিড ১৯ সার্টিফিকেট থাকতে হবে৷ শুধু তাই নয়, জম্মু কাশ্মীরে প্রবেশের আগে করোনা সংক্রমণ আছে কি না, তা খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্তা৷
advertisement
যেহেতু এ বছর খুব অল্প সংখ্যক পুণ্যার্থী অমরনাথ যাত্রার অনুমতি পাচ্ছেন, তাই সকাল- সন্ধ্যায় গুহা থেকে সরাসরি আরতির সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করার কথাও ভাবা হচ্ছে৷ তবে হেলিকপ্টারের মাধ্যমেও পুণ্যার্থীদের গুহায় দর্শন করানোর ব্যবস্থা করা হতে পারে বলেও এক আধিকারিক জানিয়েছেন৷
advertisement
Location :
First Published :
June 12, 2020 8:26 PM IST