৮ জুন থেকে পুরোপুরি খুলছে সমস্ত সরকারি-বেসরকারি অফিস: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, অবশ্যই মানতে হবে করোনা স্বাস্থ্যবিধি ৷
#কলকাতা: করোনার দাপটের সঙ্গে লড়ছে রাজ্য ৷ তারই মাঝে ধীরে ধীরে লকডাউন শিথিল করছে কেন্দ্র ৷ লকডাউনের চতুর্থ দফা শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি ৷ তার মধ্যেই সমস্ত সরকারি, বেসরকারি সংস্থার অফিস খোলায় সবুজ সংকেত মুখ্যমন্ত্রীর ৷ শুক্রবার নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, আগামী ৮ জুন থেকে সমস্ত সরকারি, বেসরকারি অফিস খুলে যাবে ৷ কাজ করা যাবে ১০০ শতাংশ কর্মী নিয়েই ৷
পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, অফিস খুললেও মানতে হবে করোনা স্বাস্থ্যবিধি ৷ বজায় রাখতে হবে দুই ব্যক্তির মধ্যে ৬ থেকে আট ফুটের সামাজিক দূরত্ব ৷ একইসঙ্গে ব্যবস্থা রাখতে হবে স্যানিটাইজেশনেরও ৷ একইসঙ্গে এদিনের বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী বলেন, এবার চা ও জুটমিলও পুরোপুরি ৮ জুন থেকেই খোলা হবে ৷ সমস্ত কর্মীদের নিয়েই কাজ করা যাবে ৷
advertisement
অফিস খোলার সঙ্গে সঙ্গেই বাস নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর ৷ বাস না চললে অফিসে যেতে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ ৷ তাই মুখ্যমন্ত্রী বলেন, আমরা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। জানি সরকারি বেসরকারি সব ধরনের বাস চালাতেই আর্থিক ক্ষতি হচ্ছে। বাস মালিকদের স্বার্থে বলছি, যেহেতু লকডাউনও ধাপে ধাপে উঠে যাচ্ছে, এবার বাসে যতগুলি সিট ততজন যাত্রী নেওয়া যেতে পারে। অতিরিক্ত কেউ বাসে চড়তে পারবে না। একইসঙ্গে তাঁর কড়া নির্দেশ,বাসে চড়তে হলে মাস্কও গ্লাভস পরা বাধ্যতামূলক।
advertisement
Location :
First Published :
May 29, 2020 5:05 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
৮ জুন থেকে পুরোপুরি খুলছে সমস্ত সরকারি-বেসরকারি অফিস: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়