#নয়াদিল্লি: গোটা দেশে লকডাউনের মেয়াদ আরও ১৯ দিন বাড়ানোর কথা মঙ্গলবার ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ নববর্ষের দিন সকালে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিলেন গোটা দেশে লকডাউন চলবে ৩ মে পর্যন্ত। এরপরেই ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয় দেশে সমস্ত ধরণের যাত্রী পরিষেবা বন্ধ রাখা হচ্ছে আগামী ৩ মে পর্যন্ত ৷ পিছিয়ে থাকেনি কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রকও ৷ তাদের তরফে জানানো হয়, দেশে আগামী ৩ মে রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে আন্তর্জাতিক (International) এবং অন্তর্দেশীয় (Domestic) যাত্রী বিমান পরিষেবা ৷
#BREAKING – Domestic and international flights to stay suspended till May 3.@Zebaism with details#IndiaFightsCOVID19 #TotalLockdown #StayHome pic.twitter.com/TS0aH379e0
— CNNNews18 (@CNNnews18) April 14, 2020
COVID-19 যুদ্ধে গত ২৬ মার্চ থেকেই কেন্দ্রীয় অসামরিক বিমানমন্ত্রকের উদ্যোগে শুরু হয়েছে ‘লাইফলাইন উড়ান’ ৷ দেশের বিভিন্ন অঞ্চলে এই বিমানগুলি ওষুধপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছে ৷ তবে ভারতে আন্তর্জাতিক এবং ডোমেস্টিক সব সেক্টরেই যাত্রী বিমান পরিষেবা আপাতত বন্ধ রয়েছে ৷ যার মেয়াদ বাড়ানো হল আগামী ৩ মে পর্যন্ত ৷ তবে একইসঙ্গে জানানো হয়েছে, এখনকার মতোই সমস্ত দেশি-বিদেশি কার্গো বিমান চলাচল ব্যবস্থা চালু থাকবে লকডাউন না ওঠা পর্যন্ত ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Flight service