বাছাই কয়েকটি রুটে বুকিং চালু Air India-র, উড়ান চালু নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত হয়নি, জানাল মন্ত্রক
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
বিমানমন্ত্রকের তরফে জানানো হয়েছে, যাত্রী বিমান পরিষেবা চালু নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র ৷
#কলকাতা: এতদিন বন্ধ থাকলেও শনিবার থেকেই ফের বিমানের টিকিট বুকিং নেওয়া শুরু করেছে এয়ার ইন্ডিয়া ৷ সরকারিভাবে এখনও পর্যন্ত যাত্রী বিমান পরিষেবা চালুর কোনও নির্দেশিকা না আসলেও ৪ মে-র পর থেকে দেশের বেশ কয়েকটি রুটে বিমানের টিকিট বুকিং নেওয়া শুরু করেছে এয়ার ইন্ডিয়া ৷
Photo Courtesy: Air India৪ মে-র পর থেকে বেশ কয়েকটি ডোমেস্টিক রুটে এবং ১ জুন থেকে বিভিন্ন আন্তর্জাতিক রুটের টিকিং বুকিং চালু করেছে রাষ্ট্রায়ত্ত্ব বিমান সংস্থা ৷ যদিও কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে এদিন ট্যুইট করে জানানো হয়, কবে ফের বিমান পরিষেবা চালু হবে, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ এয়ারলাইন্স সংস্থাগুলিকে অনুরোধ করা হচ্ছে সরকার এ বিষয় কোনও সিদ্ধান্ত নেওয়ার পরেই যাতে বিমানসংস্থাগুলি তাদের টিকিট বুকিং প্রক্রিয়া চালু করে ৷
advertisement
advertisement
Ministry of Civil Aviation clarifies that so far no decision has been taken to open domestic/ international operations. Airlines are advised to open their bookings only after a decision in this regard has been taken by the Govt: Union Minister for Civil Aviation, Hardeep S Puri pic.twitter.com/S0Y9D3dbtk
— ANI (@ANI) April 18, 2020
advertisement
গত ২৫ মার্চ থেকেই বন্ধ হয়েছিল দেশে যাত্রী বিমান পরিষেবা। প্রাথমিক ভাবে জানা ছিল না যে লকডাউনের মেয়াদ বাড়তে পারে। তাই ১৪ এপ্রিলের পরের বুকিং নেওয়া শুরু করেছিল এয়ার ইন্ডিয়া বাদে দেশের অন্যান্য বিমানসংস্থাগুলি৷ এর আগে বিমানমন্ত্রকের নির্দেশমতো বাতিল হওয়া বিমানের টিকিটের টাকাও যাত্রীদের ফেরত দিয়েছে এয়ারলাইন্সগুলি ৷ ৩১ মে পর্যন্ত আন্তর্জাতিক রুটের বিমানের কোনও বুকিং নেওয়া হবে না বলে আগেই জানিয়েছিল এয়ার ইন্ডিয়া। আপাতত বুকিং শুরু করলেও বিমান মন্ত্রকের ট্যুইটের পর এয়ার ইন্ডিয়ার তরফে বুকিং নেওয়া ফের বন্ধ করা হয় কী না, সেটাই দেখার ৷
view commentsLocation :
First Published :
April 18, 2020 8:22 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
বাছাই কয়েকটি রুটে বুকিং চালু Air India-র, উড়ান চালু নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত হয়নি, জানাল মন্ত্রক

