Covishield-EU Travel Issues: কোভিশিল্ড নিলে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে যাওয়া যাবে না! এব্যাপারে কী জানালেন আদর পুণাওয়ালা ?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
আসল সমস্যা হল ইউরোপীয় ইউরোপীয় ইউনিয়নের চালু করা নতুন ভ্যাকসিন-পাসপোর্ট স্কিম ৷ এটি হল ডিজিটাল কোভিড সার্টিফিকেট ৷ যা থাকলে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে প্রবেশ করা যাবে ৷
পুণে: কোভ্যাক্সিন নিয়ে এতদিন তো সমস্যা ছিলই ৷ এবার কোভিশিল্ড (COVISHIELD) নিয়েও বিদেশে যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে ভারতীয়দের ৷ বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে ৷ কারণ ইউ অন্তর্বর্তী দেশগুলিতে যে ভ্যাকসিনগুলির মান্যতা দেওয়া হয়েছে, সেই তালিকায় কোভিশিল্ড নেই ৷ ভারতে তৈরি অ্যাস্ট্রাজেনকা-অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের (AstraZeneca-Oxford University vaccine) এই কোভিড ভ্যাকসিন নেওয়া যাত্রীরা অনেকেই ইউরোপে গিয়ে সমস্যায় পড়েছেন বলে অভিযোগ ৷ তবে এই সমস্যার খুব তাড়াতাড়ি সমাধান হবে বলেই জানিয়েছেন কোভিশিল্ড ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা সিরাম ইনস্টিটিউটের কর্ণধার আদর পুণাওয়ালা।
সোমবার তিনি ট্যুইট করেন, ‘‘আমি বুঝতে পারছি কোভিশিল্ড নেওয়ার পরে ভারত থেকে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্বতী দেশগুলিতে যেতে অনেকের সমস্যা হচ্ছে। আমি কথা দিচ্ছি এই বিষয়টিকে আলোচনার জন্য সর্বোচ্চ স্তরে নিয়ে যাব এবং খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করব।’
I realise that a lot of Indians who have taken COVISHIELD are facing issues with travel to the E.U., I assure everyone, I have taken this up at the highest levels and hope to resolve this matter soon, both with regulators and at a diplomatic level with countries.
— Adar Poonawalla (@adarpoonawalla) June 28, 2021
advertisement
advertisement
আসল সমস্যা হল ইউরোপীয় ইউরোপীয় ইউনিয়নের চালু করা নতুন ভ্যাকসিন-পাসপোর্ট স্কিম ৷ এটি হল ডিজিটাল কোভিড সার্টিফিকেট ৷ যা থাকলে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে প্রবেশ করা যাবে ৷ এই কোভিড সার্টিফিকেটে কী টিকা নেওয়া হয়েছে, তার প্রমাণ-সহ উল্লেখ করতে হবে ৷ কিন্তু সমস্যা হল যে চারটি ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হয়েছে, তার মধ্যে কোভিশিল্ড নই ৷ তাতেই সমস্যায় পড়েন অনেক ভারতীয়ই ৷ কোভ্যাক্সিন নিয়ে সমস্যা ছিলই ৷ এবার কোভিশিল্ড নিয়েও একই সমস্যা দেখা দেওয়ায় বিরক্তি প্রকাশ করেছেন অধিকাংশ মানুষই ৷
Location :
First Published :
June 29, 2021 7:25 AM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Covishield-EU Travel Issues: কোভিশিল্ড নিলে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে যাওয়া যাবে না! এব্যাপারে কী জানালেন আদর পুণাওয়ালা ?