‌স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানাতে রাস্তার ধারে দরিদ্র মানুষটিও! দেখুন মুহূর্তে ভাইরাল ভিডিও

Last Updated:

এমন অসংখ্য মানুষ রয়েছে দেশে। যাঁরা গৃহহীন, ফুটপাতবাসী।

#‌নয়া দিল্লি:‌ রবিবার জনতা কারফিউর দিন বিকেল পাঁচটার সময় গোটা দেশ নিজের বাড়ির ব্যালকনিতে বেরিয়ে এসে হাততালি দিয়ে, থালা বাজিয়ে দেশের স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। আপামর ভারতবাসী সকলেই বুঝতে পারছেন, আমরা দাঁড়িয়ে আছি এক সঙ্কটের মুহূর্তে। কিন্তু সঙ্কটের মুহূর্তেও যাঁরা জীবনপণ করে লড়াই করছেন, সেই স্বাস্থ্যকর্মীরাই এখন দেশের হিরো। তাই তাঁদের ধন্যবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। আর সেই কর্মসূচির একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, একজন দরিদ্র মানুষ, তাঁরা কুড়িয়ে নেওয়া পেশার ঝুলিটি কাঁধে নিয়ে দাঁড়িয়ে পড়েছেন রাস্তায়। হয়ত রোজকার খাবার জোগাড়ের জন্য তাঁকে রাস্তায় বার হতেই হয়েছে। কিন্তু তিনি ধন্যবাদ জানাতে ভোলেননি। যখন গোটা দেশ হাততালি দিয়ে স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানাচ্ছেন, তখন তিনিও দাঁড়িয়ে পড়েছেন রাস্তায়। হাততালি দিয়ে তিনিও ধন্যবাদ জানিয়েছেন দেশের লড়াকু কর্মীদের। আর সেই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এমন অসংখ্য মানুষ রয়েছে দেশে। যাঁরা গৃহহীন, ফুটপাতবাসী। তাঁদের কাছে ঘর বলতে খোলা আকাশ। আর তাঁদেরও রয়েছে আক্রান্ত হওয়ার আশঙ্কা। কিন্তু তবুও তাঁদের সুরক্ষিত করার চেষ্টা করছে সমস্ত প্রশাসনই। তবু, অর্থনীতির বেহাল দশা, রোজকার লকডাউন তাঁদের বাধ্য করছে ঘর থেকে বাইরে আসতে। তাই তাঁরা যতটুকু পারেন, করছেন ততটুকু। রাস্তায় দাঁড়িয়ে পড়ে স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানাচ্ছেন প্রাণ খুলে। ‌
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
‌স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানাতে রাস্তার ধারে দরিদ্র মানুষটিও! দেখুন মুহূর্তে ভাইরাল ভিডিও
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement