লক ডাউনের ফাঁসে আটকে সার্কাস দল, অনাহারে-অর্ধাহারে কাটছে দিন

Last Updated:

আটকে পড়া ১৩জন সার্কাসকর্মী না পারছেন জলপাইগুড়িতে নিজেদের বাড়িতে ফিরতে। আবার না পারছেন নিজেদের আহারের সংস্থান করতে।

#রায়গঞ্জঃ প্রাচীন কালী মেলায় সার্কাস দেখাতে এসে লক ডাউনের ফাসে আটকে পড়ে অসহায় ভাবে দিন কাটাচ্ছে সার্কাসের খেলোয়াড় থেকে ম্যানেজার। প্রায় এক মাসের উপর সার্কাস দলটির এই অসহায়তার মধ্যে দিনযাপনে করছে। ঘটনা দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাটের ঘুঘুডাঙ্গা। ঘুঘুডাঙ্গার চাটাকালী পুজোর মেলায় ৫ মার্চ আসে 'গ্রেট স্টার সার্কাস' নামে দলটি। প্রত্যেকবার এই পুজোকে ঘিরে ঘুঘুডাঙ্গায় বিরাট মেলা বসে। এবার সেই মেলায় যোগ দিতে আসে জলপাইগুড়ি জেলার ফালাকাটার সার্কাস পার্টি।
এই পর্যন্ত সব ঠিক ছিল। একদিকে মেলা ক্রমেই জমে উঠছিল। অন্যদিকে সার্কাসের খেলা দেখিয়ে নিজেদের সারা বছরের জন্য না হলেও বেশ কয়েকমাসের জন্য পরিবার পরিজন নিয়ে দিন গুজরানের জন্য নিজেদের আর্থিক ভান্ডার সঞ্চয় করছিল দলের সদস্যরা। মেলা শেষ হতেই চলে আসে করোনা সক্রমন রুখতে লক ডাউন। কেন্দ্রীয় সরকারের জারি করা লক ডাউনের জেরে আটকে পড়া ১৩জন সার্কাসকর্মী না পারছেন জলপাইগুড়িতে নিজেদের বাড়িতে ফিরতে। আবার না পারছেন নিজেদের আহারের সংস্থান করতে। মেলাতে খেলা দেখিয়ে যেটুকু অর্থ সংগ্রহ হয়েছিল। তা দিয়ে কোনওরকমে কয়েকদিন দিন গুজরান হলেও তারপর থেকে মহিলা ও মহিলা মিলিয়ে ১৩ জন সার্কাস কর্মীর অসহায়ভাবে দিন কাটছে।
advertisement
কখনও এলাকার বাসিন্দাদের সাহায্যের উপর কিংবা শাসক দলের বিলি করা ত্রানের উপর। কিন্তু মোটের উপর বেশির ভাগ দিন তাঁরা অর্ধাহারে দিন কাটাতে বাধ্য হচ্ছেন। সার্কাসকর্মীদের দাবি, জেলা প্রশাসন তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিক।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
লক ডাউনের ফাঁসে আটকে সার্কাস দল, অনাহারে-অর্ধাহারে কাটছে দিন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement