লক ডাউনের ফাঁসে আটকে সার্কাস দল, অনাহারে-অর্ধাহারে কাটছে দিন

Last Updated:

আটকে পড়া ১৩জন সার্কাসকর্মী না পারছেন জলপাইগুড়িতে নিজেদের বাড়িতে ফিরতে। আবার না পারছেন নিজেদের আহারের সংস্থান করতে।

#রায়গঞ্জঃ প্রাচীন কালী মেলায় সার্কাস দেখাতে এসে লক ডাউনের ফাসে আটকে পড়ে অসহায় ভাবে দিন কাটাচ্ছে সার্কাসের খেলোয়াড় থেকে ম্যানেজার। প্রায় এক মাসের উপর সার্কাস দলটির এই অসহায়তার মধ্যে দিনযাপনে করছে। ঘটনা দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাটের ঘুঘুডাঙ্গা। ঘুঘুডাঙ্গার চাটাকালী পুজোর মেলায় ৫ মার্চ আসে 'গ্রেট স্টার সার্কাস' নামে দলটি। প্রত্যেকবার এই পুজোকে ঘিরে ঘুঘুডাঙ্গায় বিরাট মেলা বসে। এবার সেই মেলায় যোগ দিতে আসে জলপাইগুড়ি জেলার ফালাকাটার সার্কাস পার্টি।
এই পর্যন্ত সব ঠিক ছিল। একদিকে মেলা ক্রমেই জমে উঠছিল। অন্যদিকে সার্কাসের খেলা দেখিয়ে নিজেদের সারা বছরের জন্য না হলেও বেশ কয়েকমাসের জন্য পরিবার পরিজন নিয়ে দিন গুজরানের জন্য নিজেদের আর্থিক ভান্ডার সঞ্চয় করছিল দলের সদস্যরা। মেলা শেষ হতেই চলে আসে করোনা সক্রমন রুখতে লক ডাউন। কেন্দ্রীয় সরকারের জারি করা লক ডাউনের জেরে আটকে পড়া ১৩জন সার্কাসকর্মী না পারছেন জলপাইগুড়িতে নিজেদের বাড়িতে ফিরতে। আবার না পারছেন নিজেদের আহারের সংস্থান করতে। মেলাতে খেলা দেখিয়ে যেটুকু অর্থ সংগ্রহ হয়েছিল। তা দিয়ে কোনওরকমে কয়েকদিন দিন গুজরান হলেও তারপর থেকে মহিলা ও মহিলা মিলিয়ে ১৩ জন সার্কাস কর্মীর অসহায়ভাবে দিন কাটছে।
advertisement
কখনও এলাকার বাসিন্দাদের সাহায্যের উপর কিংবা শাসক দলের বিলি করা ত্রানের উপর। কিন্তু মোটের উপর বেশির ভাগ দিন তাঁরা অর্ধাহারে দিন কাটাতে বাধ্য হচ্ছেন। সার্কাসকর্মীদের দাবি, জেলা প্রশাসন তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিক।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
লক ডাউনের ফাঁসে আটকে সার্কাস দল, অনাহারে-অর্ধাহারে কাটছে দিন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement