#ঢাকা: মারণ করোনা ভাইরাস থাবা বসিয়েছে বাংলাদেশেও ৷ প্রত্যেকদিনই সেদেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ গত ২৪ ঘণ্টায় আরও ৯৪ জন COVID-19 পজিটিভ রোগী শনাক্ত হয়েছে বাংলাদেশে ৷ এ নিয়ে সে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট দাঁড়াল ৪২৪ ।
আজ, শুক্রবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) স্বাস্থ্য অধিদফতরের তরফে এই তথ্য জানানো হয়েছে ৷
বাংলাদেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এক মাসের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৪০০ ছাড়িয়ে গিয়েছে সেদেশে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।