ব্রিটেন ফেরত মহারাষ্ট্রের ৬৮ জনের করোনা পজিটিভ, নতুন স্ট্রেন নয়

Last Updated:

মহারাষ্ট্রে আসা একজনও আন্তর্জাতিক যাত্রীর শরীরে করোনার নতুন স্ট্রেনের খোঁজ মেলেনি৷ গত শনিবার পর্যন্ত ব্রিটেন থেকে মহারাষ্ট্রে আসা মোট ৬৮ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে৷ কিন্ত নতুন স্ট্রেনের হদিশ মেলেনি৷

#মুম্বই: মহারাষ্ট্রে আসা একজনও আন্তর্জাতিক যাত্রীর শরীরে করোনার নতুন স্ট্রেনের খোঁজ মেলেনি৷ গত শনিবার পর্যন্ত ব্রিটেন থেকে মহারাষ্ট্রে আসা মোট ৬৮ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে৷  কিন্ত নতুন স্ট্রেনের হদিশ মেলেনি৷
গত ২৫ নভেম্বর থেকে ২২ ডিসেম্বরের মধ্যে ব্রিটেন থেকে ভারতে আসা যাত্রীদের মধ্যে ৬৮ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে ঠিকই৷ কিন্ত নতুন ভয়াবহ করোনা স্ট্রেনের খোঁজ মেলেনি তাঁদের শরীরে৷ মহারাষ্ট্রের সারভিলেন্স অফিসের তরফে এমনটাই জানিয়েছেন ডাক্তার প্রদীপ আওয়াটে৷ তিনি বলছেন, "গত ১৫ নভেম্বর থেকে ডিসেম্বর ২৩ পর্যন্ত ভারতে ৪৪৭৪ জন যাত্রী ব্রিটেন থেকে এখানে এসেছেন বলে আমরা সনাক্ত করতে পেরেছি৷ তাঁদের মধ্যে ৩২৭৮ জনের আরটি-পিসির পরীক্ষা করা দেখা গিয়েছে করোনা পজিটিভের সংখ্যা ৬৮৷ কিন্তু নতুন করোনা স্ট্রেনে কেউ আক্রান্ত নন৷"
advertisement
করোনা রিপোর্ট পজিটিভ আসার পর সেই নমুনা পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি-তে (এনআইভি) পাঠানো হয়েছে৷ সেখান থেকেই বলে দেওয়া হয় যে, কোন প্রকারের ভাইরাসে আক্রান্ত হয়েছেন করোনা রোগীরা৷ এখনও পর্যন্ত ৬ জন যাত্রীর রিপোর্ট আসা বাকি আছে৷ এই ৬৮ জনের মধ্যে ২৯ জন মুম্বইয়ের, ১৩ জন পুণের, ৭জন থানের, ৯জন নাগপুরের ও ২জন করে নাসিক, ঔরঙ্গাবাদ, রায়গাদ ও বুলধানার৷ ১ জন করে নানদেদ ও ওয়াশিমের৷ করোনার ব্যাপারে মহারাষ্ট্র সরকার বাড়তি সতর্ক৷ ব্রিটেন ফেরত সকল করোনা আক্রান্তের সঙ্গে তারা যোগাযোগ রাখছে৷ আওয়াটে বলছেন, "আমরা ৪২৬ জনকে সনাক্ত করেছি যারা ব্রিটেন ফেরত কোভিড আক্রান্ত যাত্রীদের সংস্পর্শে এসেছে, তাঁদের মধ্যে ২৬ জনের করোনা হয়েছে৷"
advertisement
advertisement
বিজ্ঞানীদের অনুমান যে, নতুন রূপে ব্রিটেনে পাওয়া করোনার ভাইরাসটি আগের তুলনায় ৭০% বেশি সংক্রামক। করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ভারতেও ঢুকে পড়েছে। প্রতিদিনই দু-চার জন করে বিলেত ফেরত ভারতীয় যাত্রীদের শরীরে নতুন রূপের করোনা স্ট্রেনের খোঁজ মিলেছে৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
ব্রিটেন ফেরত মহারাষ্ট্রের ৬৮ জনের করোনা পজিটিভ, নতুন স্ট্রেন নয়
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement