#ঢাকা: মারণ ভাইরাস করোনা থাবা বসিয়েছে গোটা বিশ্বেই ৷ প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ সেই তালিকায় পিছিয়ে নেই বাংলাদেশও ৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে সেদেশে ৫৪ জন সংক্রমিত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ এ নিয়ে বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১৮ জন।
বুধবার বাংলাদেশের স্বাস্থদফতরের তরফে এ খবর জানানো হয়েছে ৷ গত ২৪ ঘণ্টায় ৯৮১ জনের লালারসের নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন ৫৪ জন। এই নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১৮ জন।
বাংলাদেশে কোভিড-১৯-এ প্রথম আক্রান্তের খবর পাওয়া যায় গত ৮ মার্চ ৷ তারপর থেকে একে একে বেড়েই চলেছে সেদেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৷ মাত্র এক মাসের মধ্যেই রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে সংক্রমণ ৷