আবুধাবি থেকে ফিরেছেন ভারতীয়রা, ৫ জনের শরীরে করোনা উপসর্গ! নতুন করে আতঙ্ক...

Last Updated:
#তিরুয়নন্তপুরম: বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা শুরু হয়েছে৷ বৃহস্পতিবার প্রথম আবুধাবি থেকে ভারতীয়দের ফিরিয়ে আনা হয়েছে কোচিতে৷ নির্দিষ্ট কিছু নিয়মাবলী মেনেই বিশেষ বিমানে তোলা হয়েছে তাদের৷ করোনার উপসর্গ থাকবে না এমন ব্যক্তিদেরই বিমানে তোলা হয়েছিল৷ তবে দেশে ফিরে আসার পরই ৫ জনের শরীরে দেখা দিয়েছে উপসর্গ৷ তাই তাদের আইশোলেশনে পাঠানো হয়েছে৷ ঘটনা কেরলের আলুভ্য জেলার৷ এই ৫ ব্যক্তি সহ বিমানে ছিলেন ১৮১ জন৷ তাদেরও সতর্ক করা হয়েছে৷
অন্যদিকে বিদেশ থেকে ফেরা ভারতীয়দের জন্য বিশেষ ব্যবস্থা করেছে মহারাষ্ট্র সরকার৷ বৃহনমুম্বই মিউনিসিপল কর্পোরেশনের অধীনে থাকা ৮৮টি হোটেলে ৩৩৪৩ শয্যার ব্যবস্থা করা হয়েছে৷ যারা এই মুহূর্তে দেশে ফিরবেন যারা তাদের এই সমস্ত হোটেলে কোয়েরেন্টাইনে থাকতে হবে৷
আকাশ ও জলপথে ফেরার ব্যবস্থা করা হয়েছে বিদেশে বসবাসকারী ভারতীয়দের৷ বৃহস্পতিবার ফিরেছে প্রথম বিমান৷ শুক্রবার সিঙ্গাপুর থেকে দিল্লি, ঢাকা থেকে শ্রীনগর, রিয়াধ থেকে কোঝিকোড়, মনামা থেকে কোচি, দুবাই থেকে চেন্নাই আসবে এই বিশেষ বিমান৷
advertisement
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
আবুধাবি থেকে ফিরেছেন ভারতীয়রা, ৫ জনের শরীরে করোনা উপসর্গ! নতুন করে আতঙ্ক...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement