আবুধাবি থেকে ফিরেছেন ভারতীয়রা, ৫ জনের শরীরে করোনা উপসর্গ! নতুন করে আতঙ্ক...
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
#তিরুয়নন্তপুরম: বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা শুরু হয়েছে৷ বৃহস্পতিবার প্রথম আবুধাবি থেকে ভারতীয়দের ফিরিয়ে আনা হয়েছে কোচিতে৷ নির্দিষ্ট কিছু নিয়মাবলী মেনেই বিশেষ বিমানে তোলা হয়েছে তাদের৷ করোনার উপসর্গ থাকবে না এমন ব্যক্তিদেরই বিমানে তোলা হয়েছিল৷ তবে দেশে ফিরে আসার পরই ৫ জনের শরীরে দেখা দিয়েছে উপসর্গ৷ তাই তাদের আইশোলেশনে পাঠানো হয়েছে৷ ঘটনা কেরলের আলুভ্য জেলার৷ এই ৫ ব্যক্তি সহ বিমানে ছিলেন ১৮১ জন৷ তাদেরও সতর্ক করা হয়েছে৷
অন্যদিকে বিদেশ থেকে ফেরা ভারতীয়দের জন্য বিশেষ ব্যবস্থা করেছে মহারাষ্ট্র সরকার৷ বৃহনমুম্বই মিউনিসিপল কর্পোরেশনের অধীনে থাকা ৮৮টি হোটেলে ৩৩৪৩ শয্যার ব্যবস্থা করা হয়েছে৷ যারা এই মুহূর্তে দেশে ফিরবেন যারা তাদের এই সমস্ত হোটেলে কোয়েরেন্টাইনে থাকতে হবে৷
আকাশ ও জলপথে ফেরার ব্যবস্থা করা হয়েছে বিদেশে বসবাসকারী ভারতীয়দের৷ বৃহস্পতিবার ফিরেছে প্রথম বিমান৷ শুক্রবার সিঙ্গাপুর থেকে দিল্লি, ঢাকা থেকে শ্রীনগর, রিয়াধ থেকে কোঝিকোড়, মনামা থেকে কোচি, দুবাই থেকে চেন্নাই আসবে এই বিশেষ বিমান৷
advertisement
Location :
First Published :
May 08, 2020 10:17 AM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
আবুধাবি থেকে ফিরেছেন ভারতীয়রা, ৫ জনের শরীরে করোনা উপসর্গ! নতুন করে আতঙ্ক...