আশার আলো! বাঙুরে এক দিনে ছুটি সেরে ওঠা ৪০ করোনা রোগীর
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত ১৯৯ জন করোনা রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন। তার মধ্যে একদিনে ছুটির হিসেবে আজকের দিনটাই সবচেয়ে উল্লেখযোগ্য।
#কলকাতা: রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছেই। স্বাস্থ্য দফতর সূত্রেই জানা যাচ্ছে ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭০ জন। কিন্তু এর পাশাপাশি একটি আশাপ্রদ খবরও রয়েছে। শনিবার দিন বাঙুর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন অন্তত ৪০ জন।
সূত্রের খবর, ওই হাসপাতালেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন আরও দু'জন। এর মধ্যে একজনের পরিবারের সদস্যরাও করোনা সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি থাকায় তাঁকে আজ তাঁকে ছুটি দেওয়া যায়নি। অন্য রোগী আবার কিডনির সমস্যাজনিত কারণে চিকিৎসাধীন। তাঁর ডায়ালিসিস চলছে। হাসপাতাল সূত্রেই জানা গিয়েছে তাঁর করোনা সেরে গিয়েছে। কিন্তু ডায়ালিসিস চালিয়ে যেতে হবে বলেই আজ তাঁকে ছাড়া হয়নি।
advertisement
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত ১৯৯ জন করোনা রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন। তার মধ্যে একদিনে ছুটির হিসেবে আজকের দিনটাই সবচেয়ে উল্লেখযোগ্য। বিপদের মধ্যেই এই সুসংবাদ আশার আলো জোগাচ্ছে।
advertisement
Location :
First Published :
May 02, 2020 9:53 PM IST