#Coronavirus: সারা দেশে ৪২ টি হটস্পট, বাংলায় রয়েছে মারণ ভাইরাসের দু'টি হটস্পট

Last Updated:

মারণ রোগের থাবা বসেছে জায়গায় জায়গায়

#কলকাতা: করোনায় হটস্পট রাজ্যের দুই জেলা। দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এমনটাই খবর। সূত্রের দাবি, দেশের ৪২টি জায়গাকে হটস্পট হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্যমন্ত্রক। এরমধ্যে দুটি এ রাজ্যে। করোনা আক্রান্তের সংখ্যা কুড়ি ছাড়ালেই সেই জায়গাটি হটস্পট।
সামনের সপ্তাহে ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে ৷ আপাতত দেশে ১৪ তারিখ অবধি লকডাউন ঘোষণা করা হয়েছে ৷ সরকারের পক্ষ থেকে জানা গেছে করোনা ভাইরাস অতিমারি সামনে তীব্র গতিতে বাড়তির দিকে থাকবে৷ এই নিয়ে সর্বোচ্চ স্তরে আলোচনা হয়ে গেছে ৷ তবে এই গতি হঠাৎ বাড়ার অন্যতম কারণ দিল্লিতে তবলিগ ই জামাতের জমায়েত ৷
advertisement
বর্তমানে যে গতিতে বাড়ছে করোনা ভাইরাসের প্রকোপ সেক্ষেত্রের সঙ্গে পাল্লা দিয়ে মেডিক্যাল ইকুয়িপমেন্ট ও স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো এই লকডাউন পিরিয়ডে তৈরি রাখার চেষ্টা করা হচ্ছে ৷
advertisement
কী গতিতে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে সেটা বুঝতে তিনটি মাপকাঠিতে নজর রাখা হচ্ছে ৷ সাসিপ্টিবেল ইনফেকশাস রিকভারড মডেলে পাওয়া যাচ্ছে তা মেনে বিদেশের তথ্যের ওপর ভিত্তি করে গ্রোথ রেট পাওয়া যাচ্ছে ৷ এই পরিসংখ্যান বিশেষ কমিটি যা করোনা ভাইরাস অতিমারির সঙ্গে লড়াই করছে তাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে ৷
advertisement
এদের রিসার্চের ভিত্তিতে মহারাষ্ট্র আর দিল্লি এই দুটি জায়গা প্রথম কোভিড ১৯ থেকে সেরে ওঠার পথে এগিয়ে যাবে ৷
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
#Coronavirus: সারা দেশে ৪২ টি হটস্পট, বাংলায় রয়েছে মারণ ভাইরাসের দু'টি হটস্পট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement