দু’বার বাবার সৎকার!একই নামের দুটি দেহ নিয়ে দিল্লির হাসপাতাল মহাভুলের মাশুল দিল পরিবার!

Last Updated:

একেই বাবার মৃত্যুতে শোকে কাতর সকলে, তার মধ্যে এই খবরে যেন আরও ভারাক্রান্ত হয়ে পড়ে পরিবারের সদস্যরা৷

#নয়াদিল্লি: একই নাম, তাই দুটি মরদেহ নিয়ে মারাত্মক গণ্ডগোল করে ফেলল দিল্লির হাসপাতাল৷ যার মাশুল দিতে হল পরিবারকে৷ বাবার শেষকৃত্য দু’বার করতে হল ছেলেকে! প্রথম দফায় বাবা ভেবে যে দেহটি কবর দিলেন ছেলে, তিনি আদতে ওই ব্যক্তির বাবাই নন৷ পরে সঠিক খবর জানতে পেরে খুবই মর্মাহত হয় পরিবার৷
একেই বাবার মৃত্যুতে শোকে কাতর সকলে, তার মধ্যে এই খবরে যেন আরও ভারাক্রান্ত হয়ে পড়ে পরিবারের সদস্যরা৷
ঘটনা নয়াদিল্লির লোক নায়ক হাসপাতালের৷ মইনুদ্দিন নামের দু’জনের মৃত্যুতে মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার সময় ভুলবশত অদল বদল করে ফেলে হাসপাতাল কর্মীরা৷ যার পরিণতি ভুগতে হয় পরিবারগুলিকেই৷
advertisement
দিল্লির প্রতাপগঞ্জের কামালুদ্দিনের বাবা মইনুদ্দিনের কিডনির ডায়লিসিস চলছিল হাসপাতালে৷ সেখানে তাঁকে করোনা টেস্ট করার কথা জানানো হয়৷ সেই রাতেই কিডনির সমস্যায় মারা যান মইনুদ্দিন সাহেব৷
advertisement
অন্যদিকে আজিজ নামে এক ব্যক্তির দাদা, যার নামও মইনুদ্দিন, ভুলছিলেন রক্তচাপের সমস্যায়৷ ইসিজি করার সময় মারা যান একই হাসপাতালে৷ তারও করোনা টেস্ট হয়েছিল এবং জানা গিয়েছে যে তার শরীরে করোনা সংক্রমণের হদিশ মিলেছে৷ এই দুই মইনুদ্দিনের দেহ একই সঙ্গে রাখা ছিল হাসপাতালের মর্গে৷
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মৃত্যুর পর মানুষের শরীর ফ্যাকাসে হয়ে যায়৷ একইভাবে মুখে থাকে না কোনও অভিব্যক্তি৷ তাই সব মুখই কেমন এক রকম লাগে, এমনই সাফাই দিয়েছেন হাসপাতালের এক কর্তা!
advertisement
তাহলে কীভাবে মইনুদ্দিনের ছেলে জানতে পারেন যে বাবার দেহ বলে যাকে তিনি কবর দিয়েছেন, তিনি আদতে তাঁর বাবাই নন? দাদার দেহ মর্গে খুঁজতে গিয়েছিলেন আজিজ৷ প্রায় ২৫০টি দেহ খুঁজে দেখার পর তিনি জানান যে তাঁর দাদার দেহ মর্গে নেই৷ তখনই উঠে আসে অন্য মইনুদ্দিনের নাম৷ ডেকে পাঠানো হয় কামালুদ্দিনকে৷ তিনি এসে ছবি দেখতেই বুঝতে পারেন এই মহাভুল ঘটে গিয়েছে৷ পরে আবার বাবার সৎকার করেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
দু’বার বাবার সৎকার!একই নামের দুটি দেহ নিয়ে দিল্লির হাসপাতাল মহাভুলের মাশুল দিল পরিবার!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement