#পটনা: পটনায় নিখোঁজ ব্রিটেন ফেরত ১৯ জন ব্যক্তি। চিন্তার বিষয়, সম্প্রতি তাঁরা ইংল্যান্ড থেকে ভারতে ফিরেছেন। কিন্তু ফেরার পর থেকেই তাঁদের আর কোনও খোঁজ মিলছে না। সোমবার পটনার সরকারি তরফে এই খবর জানা গিয়েছে। এই প্রসঙ্গে পটনার সিভিল সার্জেন ডাক্তার বিভা কুমারী বলেছেন, গোটা বিষয়টি এখন পুলিশ তদন্ত করছে। তিনি সংবাদ সংস্থা আইএএনএস-কে বলেছেন, গত ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত যাঁরা ইংল্যান্ড থেকে ফিরেছেন সেই যাত্রীদের তালিকা ও ঠিকানা পুলিশকে দিয়েছে পটনা বিমানবন্দর। সেই ঠিকানা অনুযায়ী প্রত্যেককে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিতে স্বাস্থ্যকর্তারা ঘটনাস্থলে পৌঁছে দেখেছেন তাঁরা নিখোঁজ। এমনকী, তাঁদের মোবাইল নম্বরের টাওয়ার লোকেশনও মিলছে না।
ইংল্যান্ড ফেরত বাসিন্দাদের নিখোঁজ হওয়ার বিষয়ে ডাক্তার বিভা কুমারী বলেছেন, করোনার নতুন স্ট্রেন বেশ ভয়াবহ। এর জেরে সংক্রমণ যেমন দ্রুত গতিতে ছড়াবে। তেমনই অসুস্থতার হারও বাড়বে দ্রুত। তাই যাঁরা বিদেশ থেকে ফিরে গা-ঢাকা দিয়ে আছেন তাঁদের যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করতে হবে। যাতে মারণ রোগ এই সব ব্যক্তিদের থেকে অন্যান্য মানুষের মধ্যে শরীরে ছড়িয়ে না পড়তে পারে। এই যাত্রীরা দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করেছেন৷ ও বাকিদের বিপদের কারণ হয়েছেন। ডিজাস্টার ম্যানেজমেন্ট ও এপিডেমিক অ্যাক্টের আওতায় এঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাঁরা প্রশাসনের উচ্চস্তরে জানিয়েছেন যাতে তাঁদের পাসপোর্ট বাতিল করে দেওয়া হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona New Strain, Coronavirus, Patna