রেকর্ড ভেঙে চুরমার! ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১০৮৮, মৃতের সংখ্যা বেড়ে ৮৫৪
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
রাজ্যে একদিনে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়াল। নতুন করে ১০৮৮ জন মারণ ভাইরাসে সংক্রামিত হয়েছে।
#কলকাতা: সব রেকর্ড ভেঙে চুরমার। রাজ্যে একদিনে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়াল। নতুন করে ১০৮৮ জন মারণ ভাইরাসে সংক্রামিত হয়েছে। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫,৯১১৷ রেকর্ড ভেঙ্গেছে মৃত্যুর সংখ্যা। ২৪ ঘণ্টায় রাজ্যে প্রাণ হারিয়েছেন ২৭ জন৷ স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে করোনা সংক্রমণে এখনও পর্যন্ত ৮৫৪ জনের মৃত্যু হয়েছে৷
রাজ্যে মৃতদের মধ্যে ১৩ জন কলকাতার বাসিন্দা। এছাড়াও ৬ জন উত্তর ২৪ পরগনা, ৩ জন হাওড়া, ২ জন দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। বাকিদের মধ্যে ২ জন দার্জিলিং এবং একজন দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা। ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২২ জন। উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ২৬৪ এবং ৮৮। ২৪ ঘণ্টায় হাওড়ায় আক্রান্ত হয়েছেন ১৬৭ জন।
advertisement
করোনার এই বাড়বাড়ন্ত রুখতে বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে রাজ্যের কন্টেইনমেন্ট জোনগুলিতে কড়া লকডাউন শুরু হয়েছে। তবে এত কিছুর মধ্যে আশার আলো রয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৬,৮২৬ জন।
advertisement
Location :
First Published :
July 09, 2020 8:50 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
রেকর্ড ভেঙে চুরমার! ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১০৮৮, মৃতের সংখ্যা বেড়ে ৮৫৪