Hibiscus Harvesting: জবা ফুল চাষ করেই হয়ে উঠুন বিপুল টাকার মালিক, দেখে নিন কী করতে হবে
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
Last Updated:
এই ফুল গাছের চাষ করে সারাটা বছর অর্থ উপার্জন করা সম্ভব।
কোচবিহার: যেকোনো কৃষক স্বল্প ব্যয় করে অধিক মুনাফা অর্জন করতে পারবেন এই চাষের মাধ্যমে। এই চাষ করতে খুব একটা বেশি সময় এবং খুব একটা বেশি জায়গার প্রয়োজন হয় না। তবে সঠিক পদ্ধতি ও সঠিক উপায় অবলম্বন করে এই চাষ করলে যে কোনও কৃষক লাভের মুখ দেখতে পারবেন খুব সহজেই।
এই ফুলের চাহিদা বছরের সব সময় দেখতে পাওয়া যায়। তাই এই ফুল গাছের চাষ করে সারাটা বছর অর্থ উপার্জন করা সম্ভব। এছাড়া এই ফুল গাছের খুব একটা বেশি রোগের সংক্রমণ দেখতে পাওয়া যায় না। এবং এই ফুলের প্রচুর ভিন্নতা রয়েছে। তাই সব ধরনের ফুল মিশিয়ে চাষ করলে অনেকটাই বেশি লাভ করা সম্ভব।
advertisement
advertisement
কোচবিহারের এক জবা ফুল চাষি ও নার্সারির মালিক দুলাল সরকার জানাচ্ছেন, "এই ফুল খুব সহজেই চাষ করা যায়। এছাড়া কোন মানুষ যদি স্বল্প জায়গায় চাষ করতে চায় তবে এই ফুল গাছ খুব ভালো। বছরের সব সময় এই ফুল গাছ চাষ করা সম্ভব। এবং এই ফুল গাছ সারা বছর ফুল দিতেই থাকে। তাই ফুল বিক্রি নিয়ে খুব একটা বেশি সমস্যায় পড়তে হয় না। কৃষক থেকে শুরু করে যেকোন মানুষ এই চাষ করতে পারবেন খুব সহজেই। এছাড়া এই ফুল গাছের চারা বিক্রি করেও লাভের মুখ দেখা সম্ভব। এবং এক একটি গাছের চারা ৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত দামে বিক্রি করা হয়ে থেকে বাজারে।"
advertisement
এছাড়াও জবা ফুল গাছের অন্যান্য অনেক গুণাবলী রয়েছে। এই ফুল ও গাছের পাতার মধ্যে অনেক ধরনের ঔষধি গুনাবলি রয়েছে। জবা ফুলেও রয়েছে অ্যান্টি-এজিং উপাদান, যা বার্ধক্যের লক্ষণ কমাতে সাহায্য করে। এবং এই ফুল শরীরের ফ্রি র্যাডিক্যালের সমস্যা থেকে মুক্তি দেয় এবং ত্বককে তরুণ দেখাতে সাহায্য করে। জলের মধ্যে জবা পাতা ফুটিয়ে চা বানিয়ে খেলে তা শক্তি দেয় এবং ক্ষুধা লাগে না। এবং এটি চর্বি কমায় এবং ওজনও কমাতে অনেকটা সাহায্য করে। এছাড়া এই গাছের ক্ষেতে দু-একটি রোগ দেখা গেলেও খুব সহজেই গাছের সেই সমস্ত রোগ প্রতিরোধ করা সম্ভব।
advertisement
Sarthak Pandit
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 03, 2023 12:59 PM IST
