Agriculture News: রঙ বেরঙের পাখি চাষে আপনিও হতে পারেন লাখপতি! জেনে নিন নিয়ম

Last Updated:

রঙ বেরঙের পাখি চাষের মধ্যে দিয়ে যে কোন মানুষ আর্থিক ভাবে স্বনির্ভরতার মুখ দেখতে পারবেন।

+
title=

কোচবিহার: কোচবিহার জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রে রঙ বেরঙের পাখি চাষ করে দেখানো হচ্ছে সকলকে। যারা এই চাষ করতে আগ্রহী তাদের জন্য এই পদ্ধতি দেখানো হচ্ছে। এই রঙ বেরঙের পাখি চাষের মধ্যে দিয়ে যে কোন মানুষ আর্থিক ভাবে স্বনির্ভরতার মুখ দেখতে পারবেন। এই পাখি চাষ করতে খুব একটা জায়গার প্রয়োজন হয়না। এছাড়াও খরচ ও খুব সামান্য হয় এই পাখি চাষের ক্ষেত্রে। এক এক জোড়া পাখি থেকে বছরে তিন থেকে চারটি ডিম পাওয়া যায়। এক একটি পাখির বাচ্চা ৩০০ থেকে ৪০০ টাকা দামে বিক্রি করা হয়। তাই পাখি বিক্রি করেই বাড়িতে বসে অনেকটাই রোজগার করা সম্ভব। তবে নির্দিষ্ট কিছু বিষয়ের উপর নজর রাখতে হবে।
কোচবিহার কৃষিবিজ্ঞান কেন্দ্রের প্রাণী বিজ্ঞানী ডঃ রাহুল দেব মুখার্জি জানাচ্ছেন, "বর্তমান সময়ে কোচবিহার কৃষিবিজ্ঞান কেন্দ্রের সহায়তায় এই চাষ করে দেখানো হচ্ছে সকলকে। এখানে পাখির বাচ্চা উৎপাদন বা ব্রিডিং কেন্দ্র করা হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এবং এই চাষে আগ্রহী ব্যক্তিরা এখান থেকে পাখির বাচ্চা কিনে নিয়ে যেতে পারবেন। এই চাষ করতে খুব একটা বেশি সময় কিংবা খুব একটা বেশি জায়গার প্রয়োজন হয় না। স্বল্প জায়গায় এবং স্বল্প খরচে এই চাষ করা সম্ভব। এবং এই চাষ করার মাধ্যমে যে কোন ব্যক্তি আর্থিকভাবে অনেকটাই স্বনির্ভর। বাড়িতে অন্যান্য কাজের মধ্যেই কিছুটা সময় দিয়ে এই চাষ করতে পারবেন যে কেউ। বিশেষত বাড়ির মহিলারা এই চাষাবাদের মাধ্যমে অনেকটাই আর্থিক উপার্জন করতে পারবেন।"
advertisement
advertisement
এই পাখিদের খাদ্য মূলত বাড়িতে ব্যবহার্য খাওয়ার জিনিস। যেমন ভাত, সেদ্ধ গম, ছোলা। এছাড়াও ঘাসের বীজ দেওয়া যেতে পারে এই পাখিদের। মূলত পাখির ব্রিডিং এর জায়গাটি নেট দিয়ে তৈরি করতে হবে। যাতে কোনরকম পোকামাকড় এর ভিতরে প্রবেশ করতে না পারে। এবং পাখির কোনো রকম ক্ষতি না হয়। এছাড়া পাখির ব্রিডিং এর জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যাতে পাখির কোন রকমের ইনফেকশন না হয়। এছাড়া এই পাখিগুলির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেশি। তাই সহজে এই পাখি গুলির খুব একটা রোগ হতে দেখা যায়না। এছাড়া এই পাখিগুলি ব্রিডিং এর ক্ষেত্রে মাটির কলসি কিংবা মাটির ভাঁড়ব্যবহার করতে হয়।
advertisement
সব মিলিয়ে এই পাখি চাষের ক্ষেত্রে খুব একটা বেশি সমস্যা হয় না। বাড়ির মধ্যে স্বল্প জায়গায় স্বল্প পরিশ্রমে এই পাখি চাষ করা খুব সহজেই সম্ভব। প্রাথমিক অবস্থায় ১০০টি পাখি মানে ৫০ জোড়া পাখি নিয়ে এই চাষ শুরু করা যেতে পারে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণবিষয়টি হল এই পাখি চাষ করতে নির্দিষ্ট কিছু নিয়মাবলী মেনে চললেই এর থেকে ব্যাপক লাভ করা সম্ভব। বছরের বিশেষ সময় যখন পাখিগুলি ডিম দেয়। সেই সময় এই মাটির ভার বা কলসি ব্যবহার করতে হয়। এবং বাকি সময়ে এই মাটির ভার বা কোলসির খুব একট প্রয়োজন হয়না। টিনের কিংবা খড় এর ছাউনি দিয়ে এবং নেট ব্যবহার করে এই পাখির উৎপাদন কেন্দ্র খুব সহজে তৈরি করা সম্ভব।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Agriculture News: রঙ বেরঙের পাখি চাষে আপনিও হতে পারেন লাখপতি! জেনে নিন নিয়ম
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement