Coochbehar News: বিশ্বকর্মা পুজোর আগে চরম ব্যস্ততা প্রতিমা শিল্পীদের, সাহায্য করছে আবহাওয়া

Last Updated:

বিশ্বকর্মা পুজোর আগে চরম ব্যস্ত কোচবিহারের প্রতিমা শিল্পীরা। তবে বৃষ্টি না হওয়ায় কাজে সুবিধা হচ্ছে

+
বিশ্বকর্মা

বিশ্বকর্মা প্রতিমা তৈরি

কোচবিহার: আর মাত্র হাতেগোনা কয়েকটা দিন বাকি বিশ্বকর্মা পুজোর। ফলে কোচবিহারের বিভিন্ন কুমোরটুলিতে এই মুহূর্তে চরম ব্যস্ততা। শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে দিন-রাত এক করে নাওয়া খাওয়া ভুলে কাজ করে চলেছেন প্রতিমা শিল্পীরা। প্রতিবছরই তাঁদের মূর্তি তৈরির সংখ্যাটা কিছুটা হলেও বাড়ছে। তাই প্রতিমা শিল্পীদের চাপ এবারে আরও কিছুটা বেড়েছে। তবে এই বছর মূর্তির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কিছুটা হলেও আশার আলো দেখতে পাচ্ছেন প্রতিমা শিল্পীরা। বিশ্বকর্মা পুজোর একদিন পরেই গণেশ পুজো থাকায় চাপের পরিমাণ বেড়ে গিয়েছে কয়েকগুণ। তাই বিশ্বকর্মার মূর্তি তৈরির পাশাপাশি তৈরি করতে হচ্ছে গণেশের মূর্তি।
কোচবিহার জেলা শহরের প্রায় মধ্যিখানে অবস্থিত সদর শহরের কুমোরটুলি। এখন থেকেই শহরের প্রায় সমস্ত জায়গার বিভিন্ন পুজোর প্রতিমা যায়। এখানকার এক প্রতিমা শিল্পী পুলক পাল জানান, প্রতিবছরের মতো এবছরও সারাদিন খেটে মূর্তি তৈরির করে চলছেন। তবে এবার আকাশ এখনও পরিষ্কার আছে। তাই কাজ করতে বেশ সুবিধা হচ্ছে। এই বছর অর্ডার অনেক বেশি। তাই ছোট বড় মিলিয়ে প্রায় ২৫০ টি ঠাকুর বানিয়েছেন তাঁরা।
advertisement
advertisement
কোচবিহারে বিভিন্ন কুমোরটুলি গুলিতে কাজ শুরু হয়ে গেছে অনেকদিন আগে থেকেই। এখন খালি প্রতিমা রং করার কাজ বাকি। বিগত কয়েক বছরে সব সময় বিশ্বকর্মা পুজোর আগে বৃষ্টি হয়েছে। ঠিক সেই কারণে শিল্পীদের সমস্যার সম্মুখীন হতে হয়। তবে এবছর চড়া রোদ থাকায় কাজ করতে সুবিধা হচ্ছে। সব মিলিয়ে চরম ব্যস্ততার মধ্যেও আবহাওয়া এবারে কোচবিহারের প্রতিমা শিল্পীদের সহায়ক হয়েছে।
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Coochbehar News: বিশ্বকর্মা পুজোর আগে চরম ব্যস্ততা প্রতিমা শিল্পীদের, সাহায্য করছে আবহাওয়া
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement