Viral: বাড়ির ছাদেই দক্ষিণেশ্বর! মন্দির তৈরি করে তাক লাগালেন কোচবিহারের বাসিন্দা

Last Updated:

  দীর্ঘ ২ বছরের প্রচেষ্টায় এই মন্দির তৈরি হয়েছে, খরচ হয়েছে প্রায় ৫০ লক্ষ টাকা

+
বাড়ির

বাড়ির ছাদেই দক্ষিণেশ্বর

মাথাভাঙা: মাথাভাঙা শহরে বাড়ির ছাদে তৈরি করা হল দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি বাড়ির মন্দির।  দীর্ঘ ২ বছরের প্রচেষ্টায় এই মন্দির তৈরি হয়েছে, খরচ হয়েছে প্রায় ৫০ লক্ষ টাকা।
মন্দির দেখতে ভিড় করছেন প্রচুর উৎসাহী মানুষ। মাথাভাঙা থেকে দক্ষিণেশ্বর মন্দিরের দূরত্ব কম নয়। সেই কারণে মন চাইলেও সবসময়  মন্দির দর্শন করা সম্ভব হয় না সবার পক্ষে। তাই কোচবিহার জেলার মাথাভাঙা মহকুমায় দক্ষিণেশ্বরের আদলে মন্দির তৈরি করায় খুশি শহরবাসী। মন্দিরে অধিষ্ঠিত পাথরের তৈরি কালী মূর্তি। অধিষ্ঠিত অন্যান্য দেবতারাও। বাড়ির সদস্যরাই দেবতার নিত্য পুজো করে থাকেন। এই পরিবারের  গৃহবধূ পাপিয়া সূত্রধর জানাচ্ছেন, '' বহুদিন ধরেই পরিবারের সবার ইচ্ছে ছিল বাড়িতে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে মন্দির তৈরি করার। প্রতিদিন প্রচুর মানুষ ভিড় করছেন এই মন্দির দেখতে।''
advertisement
স্থানীয় বাসিন্দা পরেশ দাস বলেন, "এলাকার মানুষেরা বারবার দক্ষিণেশ্বর মন্দির যেতে পারেন না। দক্ষিণেশ্বর মন্দিরের দূরত্ব তো কম নয়। তবে মাথাভাঙ্গা মহকুমায় এই মন্দির তৈরি হওয়ায় ফলে এলাকার মানুষেরা এই মন্দির দেখতে ভিড় করছেন নিত্যদিন। প্রতিদিন সকালে এবং বিকেলে প্রচুর মানুষ এই বাড়িতে আসেন মন্দির দেখতে।''
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Viral: বাড়ির ছাদেই দক্ষিণেশ্বর! মন্দির তৈরি করে তাক লাগালেন কোচবিহারের বাসিন্দা
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement